ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে খালেদা আক্তার কল্পনা

প্রকাশিত: ০৫:৪০, ২১ এপ্রিল ২০১৮

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে খালেদা আক্তার কল্পনা

স্টাফ রিপোর্টার ॥ ‘মা’ ছোট একটি শব্দ। কিন্তু পৃথিবীর অন্যতম এক মহামূল্যবান ও মধুর নাম এটি। মনুষ্য সমাজের অন্যতম অমুল্য রতন, প্রকৃতির আশির্বাদ এই মায়ের ভালবাসা প্রকাশের জন্য বিশেষ কোন দিনের প্রয়োজন হয় না। তবুও পৃথিবীময় ‘মা’ শব্দটি এক সঙ্গে উচ্চারিত হওয়ার একটি দিবস বা দিন আছে। সেটি হলো মা দিবস। এই মা দিবসকে কেন্দ্র করে দেশে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ম আকার’। প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যাক্টর থ্রি সল্যুশন্সের প্রযোজনায় রূপগঞ্জের চিত্রপুরী শূটিং স্পটে বিগ বাজেটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ কাজ শুরু হয়েছে। আহমেদ সাজুর গল্প ভাবনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নির্মাতা আজাদ আল মামুন। এতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন দেশের গুণী অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। ছেলের ভূমিকায় অভিনয় করছেন ‘সুজয়ের চিঠি’ খ্যাত অভিনেতা প্রতিভাবান অভিনেতা রাশেদ ভুঁইয়া। এছাড়া আরও অভিনয় করেছেন দীপক কর্মকার, সাথী, আহমেদ সাজু, মীর শহীদ, সোহাগ, ফয়সালসহ আরও অনেকে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে আসছে মা দিবসে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে। ‘ম আকার’ চলচ্চিত্র প্রসঙ্গে নির্মাতা আজাদ আল মামুন বলেন, এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে দর্শক সম্পূর্ণ ভিন্ন রকম একটি চিত্রায়ন দেখতে পাবেন।আমরা যারা বিভিন্ন সময়ে মায়ের মনে জেনে না জেনে কষ্ট দিই তারা হয়তো এই গল্প দেখার পর কিছুটা হলেও নিজেদের সংশোধন করে নেবে। সর্বোপরি মায়ের মর্যাদা এবং মায়ের প্রতি ভালবাসার এক অনন্য দৃষ্টান্ত হয়ে রবে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
×