ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাশিয়াকে ওপেকের সদস্য করতে চায় সৌদি আরব

প্রকাশিত: ০৫:৩১, ২১ এপ্রিল ২০১৮

রাশিয়াকে ওপেকের  সদস্য করতে চায়  সৌদি আরব

বিশ্বে জ্বালানি তেলের বাজার যাতে স্থিতিশীল থাকে সেজন্য রাশিয়াকে এ খাতের গত ৬ দশকের সবচেয়ে প্রভাবশালী সংগঠন ওপেকের সদস্য করতে চাইছে সৌদি আরব। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ১৪। এএফপি। বিশ্লেষকরা বলছেন, রাশিয়াকে সংগঠনটির সদস্য করার মানে হলো জ্বালানি তেলের বিশ্ব বাজারে ওপেক আর আগের মতো প্রভাব বজায় রাখতে পারছে না। বাজার চাঙ্গা রাখতে ওপেকসহ জ্বালানি তেল উৎপাদনকারী মোট ২৪টি দেশের সঙ্গে ২০১৬ সালের শেষের দিকে সৌদি আরব প্রথম এ ধারণাটি প্রকাশ করে। একই সঙ্গে শীর্ষ সৌদি কর্মকর্তাসহ দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও জ্বালানিমন্ত্রী খালেদ আল ফালহ তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে দীর্ঘমেয়াদী সহযোগিতা তৈরির আহ্বান জানান। রাশিয়াকে ওপেকের সদস্য করার সৌদি আরবের ধারণাকে আবার জোর সমর্থন জানিয়েছে ইউনাইটেড আরব আমিরাত ও কুয়েত। গত মাসে ক্রেমলিনের এক মুখপাত্র বলেছিলেন যে, রাশিয়া ও সৌদি আরব জ্বালানি তেলের বিশ্ব বাজারে একে অপরকে সহযোগিতার একটি ‘বিস্তৃত বিকল্প’ নিয়ে আলোচনা করছে। জ্বালানি তেলের বিশ্ব বাজারে সরবরাহ কমানোসহ নিজেদের মধ্যে দীর্ঘমেয়াদী সহযোগিতা বাড়াতে শুক্রবার জেদ্দায় ওপেকসহ বিভিন্ন দেশের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। নিজেদের মধ্যে সমঝোতার কারণে এরই মধ্যে সুফল পেতে শুরু করেছে বিশ্বের জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলো। যে কারণে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ২৬ ডলার থেকে বেড়ে ৭০ ডলারে উঠে গেছে। ওপেকের মহাসচিব মোহাম্মদ বরকিন্দো সোমবার নিজেদের মধ্যে এই সমঝোতা চুক্তির প্রশংসা করে বলেছেন, এটি একটি বড় সাফল্য যা জ্বালানি তেলের বাজারের ইতিহাসে সবচেয়ে খারাপ চক্র অতিক্রম করতে সাহায্য করেছে।
×