ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৭শ’ বছরের গাছ বাঁচাতে

প্রকাশিত: ০৫:২৯, ২১ এপ্রিল ২০১৮

৭শ’ বছরের গাছ বাঁচাতে

দক্ষিণ ভারতের রাজ্য তেলেঙ্গানাতে একটি ৭০০ বছরের পুরনো বট গাছকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে ব্যবহার করা হচ্ছে স্যালাইনের বোতলে তরল মিশ্রিত কীটনাশক। প্রায় তিন একর জমির ওপর থাকা এই গাছটি বিশ্বের দ্বিতীয় বৃহৎ গাছ। পর্যটকদের কাছে জনপ্রিয় এই গাছটিকে উইপোকার উপদ্রব থেকে বাঁচাতে চেষ্টার কমতি রাখছে না স্থানীয় কর্মকর্তারা। সংক্রমণ ঠেকাতে গাছের মূলে পাইপ বাঁধা হয়েছে -বিবিসি
×