ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কবির হোসেনের আরেক পা’ও কেটে ফেলা হয়েছে

প্রকাশিত: ০৫:২৮, ২১ এপ্রিল ২০১৮

কবির হোসেনের আরেক পা’ও কেটে ফেলা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় আহত কবির হোসেনের আরেকটি পা কেটে ফেলা হয়েছে। সিঙ্গাপুরে অস্ত্রোপচার করে পা’টি কেটে ফেলা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে আমার প্রায় দিনই বিমান দুর্ঘটনার রোগীদের বিষয়ে কথা হয়। বৃহস্পতিবার চিকিৎসক আমাকে জানিয়েছেন, কবির হোসেনের অন্য পা-ও কেটে ফেলা হয়েছে। কবির হোসেন ঢাকা মেডিক্যালে থাকা অবস্থায়ই তার নিরাপত্তার জন্য আমরা এক পা কেটে ফেলার কথা বলেছিলাম। তখন তার পরিবার রাজি হয়নি। পরে তারা সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই তার অবস্থা বেশ খারাপ ছিল। পরে সেখানকার চিকিৎসকরা তার অবস্থা বিবেচনায় নিয়ে ওই পা-ও কেটে ফেললেন। গত ১২ মার্চ নেপালে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয় ১০ বাংলাদেশীকে। তাদের মধ্যে শাহরিন আহমেদ, আলীমুন নাহার এ্যানী, সৈয়দ রাশেদ রুবাইয়াত, কামরুন নাহার স্বর্ণা ও মেহেদী হাসান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। গত ২৬ মার্চ সেপটিসেমিয়ার কারণে মারা যান শাহীন ব্যাপারী। অন্যদিকে, ইমরানা কবির হাসি, ডাঃ রেজওয়ান আহমেদ ও কবির হোসেন সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া, ইয়াকুব আলী ভারতে চিকিৎসাধীন।
×