ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই মেয়র প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ১৪ দল ॥ নাসিম

প্রকাশিত: ০৫:২৪, ২১ এপ্রিল ২০১৮

দুই মেয়র প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ১৪ দল ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দুই মেয়র প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ১৪ দল। শুক্রবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে জোটের মুখপাত্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, দুই মেয়র প্রার্থীকে বিজয়ী করতে ১৪ দল ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। শরিক দলগুলোর কোথাও প্রার্থী থাকলে তা প্রত্যাহার করে নেবে। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে উল্লেখ করেন। দুই সিটিতে ভোটাররা নৌকার প্রার্থীকে জয়লাভ করবে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘যেহেতু সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো জাতীয় নির্বাচনের আগে, তাই মুক্তিযুদ্ধের চেতনাকে জয় করার জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বরে। তার আগে খুলনা ও গাজীপুরের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে স্থানীয়ভাবে আওয়ামী লীগের নির্বাচনী কমিটির সঙ্গে কাজ করবে ১৪ দল। এক্ষেত্রে দুই সিটিতে ছোট পরিসরে ১৪ দলের কমিটি গঠন করা হবে। এ কমিটি আওয়ামী লীগ গঠিত কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবে। ২৬ এপ্রিল ঢাকায় ১৪ দলের সমাবেশ ॥ মোহাম্মদ নাসিম বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আগামী ২৬ এপ্রিল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১৪ দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার সাহস, ধৈর্য ও দূরদর্শী নেতৃত্বের কারণে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইমস ম্যাগাজিনে বিশ্বের ১০০ জন প্রভাবশালী নেতাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থান পাওয়ায় তাকে ১৪ দলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘শুধু শেখ হাসিনা সম্মানিত হননি, সম্মানিত হয়েছে দেশ ও জাতি। তিনি (শেখ হাসিনা) আমাদের বারবার সম্মানিত করেছেন। দেশকে উন্নতির শীর্ষে নিয়ে যাচ্ছেন। যোগ্য নেতৃত্বে আজ সাহসী নেতৃত্ব উপাধি পেয়েছেন।’ এ সময় তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত দেশে সাম্প্রদায়িক শক্তিকে বারবার উসকে দিতে চেয়েছে। তাদের এ অপচেষ্টা এখনও অব্যাহত রয়েছে। নির্বাচন হচ্ছে জনগণের রায় দেয়ার অধিকার। যারা বারবার জনগণের অধিকার ছিনিয়ে নিতে চেয়েছিল, যারা আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও এবং পুড়িয়ে মানুষ হত্যা করেছিল, তাদের পরাজিত করতে হবে।’ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রীর আদালতের মাধ্যমে জেলে গেছেন। আদালতের মাধ্যমেই তিনি বের হবেন। আমরা চাই তারা আগামী নির্বাচনে আসুক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আন্দোলনের হুমকির সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, ‘তাহলে কি বিএনপি আইন আদালতের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে? একজন রাজনৈতিক নেতার এ ধরনের বক্তব্য হতে পারে না। এটা তাদের হীনম্মন্যতার পরিচয়। এ ধরনের বক্তব্য দুঃখজনক।’ এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে অন্যদের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুর বশর মাইজভান্ডারী, জাসদের শরীফ নূরুল আম্বিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
×