ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গতিশীল নেতৃত্বে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ ॥ মেনন

প্রকাশিত: ০৫:১৪, ২১ এপ্রিল ২০১৮

গতিশীল নেতৃত্বে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ ॥  মেনন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ। এ অভিযাত্রাকে টেকসই করতে আগামী ছয় বছর দৃঢ়তার সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ২০২১ সালের সুবর্ণজয়ন্তিতে আমরা এই আনন্দ উদ্যাপন করব। এর জন্য সকলকেই চ্যালেঞ্জ মোকাবেলা করে এগোতে হবে। শুক্রবার চট্টগ্রামে দুই দিনব্যাপী লায়ন্স জেলা ৩১৫বি-৪ এর ২১তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি শিক্ষা, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা এবং বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। রাশেদ খান মেনন বলেন, উন্নয়নশীলতার দিকে বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে তা স্থায়ী করতে আগামী ছয় বছর দৃঢ়তার সঙ্গে এগিয়ে সকলকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। বাংলাদেশে সেবামূলক কাজে সক্রিয় ৬৯০টির অধিক লায়ন্স ক্লাবের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রামে তদানীন্তন পূর্ব পাকিস্তানে লায়নিজমের সূচনা করেন এমআর সিদ্দিকী, যিনি দেশের স্বাধীনতা সংগ্রামেও অনন্য ভূমিকা পালন করেছিলেন। প্রতিবন্ধীদের উন্নয়নে গৃহীত পদক্ষেপ প্রসঙ্গে মেনন বলেন, সরকার প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল বই দিচ্ছে। কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে গিয়ে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। একশ টাকার বই কিনতে হচ্ছে দুই হাজার টাকায়। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধীদের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। তিনি প্রতিবন্ধীদের জন্য কাজ করতে লায়ন্সদের প্রতি আহ্বান জানান। লায়ন্স জেলা গবর্নর মোঃ মঞ্জুর আলমের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন প্রথম জেলা ভাইস গবর্নর নাসির উদ্দিন চৌধুরী, দ্বিতীয় জেলা ভাইস গবর্নর কামরুল মালেক, সাবেক গবর্নর শাহ আলম বাবুল প্রমুখ।
×