ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিটি নির্বাচনে সাংসদদের প্রচারের সুযোগ সংবিধান পরিপন্থী ॥ মোশাররফ

প্রকাশিত: ০৫:১৩, ২১ এপ্রিল ২০১৮

সিটি নির্বাচনে  সাংসদদের  প্রচারের সুযোগ  সংবিধান  পরিপন্থী ॥  মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সাংসদদের প্রচারে নামার সুযোগ দিতে নির্বাচন কমিশনের পরিকল্পনা সংবিধান পরিপন্থী বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয়তাবাদী নাগরিক দল’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। ড. মোশাররফ বলেন, শুনলাম ইসি সংসদ সদস্যদের সিটি নির্বাচনে প্রচারে অংশ নেয়ার সুযোগ দিতে পারে। এটা স্পষ্টভাবে সংবিধানের লঙ্ঘন ও নির্বাচনী আচারণবিধির লঙ্ঘন হবে। আমরা নির্বাচন কমিশনকে বলেছি, ইতোমধ্যে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন হয়েছে। কারণ, দেশের যে কোন প্রান্তেই প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিরা নৌকায় ভোট চাইলে সেটি সিটি নির্বাচনে নৌকায় ভোট চাওয়ার শামিল। ড. মোশাররফ বলেন, গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে। তবে ইসির এ বিষয়ে কোন চিন্তা নেই। আমি ইসিকে বলতে চাই, বিষয়টি চিন্তায় আনুন। অন্যথায় দুই সিটিতে জনগণ নির্ভয়ে ও নিজ হাতে তাদের ভোট দিতে পারবে না। দুই সিটি কর্পোরেশন নির্বাচন ইসির জন্য অগ্নিপরীক্ষা। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সামনে দুটি পথ আছে। প্রথমত, নির্র্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করতে হবে। দ্বিতীয়ত, সংসদ ভেঙ্গে দিয়ে সেই নির্বাচন করতে হবে এবং নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে। কিন্তু আওয়ামী লীগ এগুলো চাইবে না। ড. মোশাররফ বলেন, জনগণ আগামী নির্বাচনে ভোট দিতে পারলে সেখানে আওয়ামী লীগের কোন পাত্তাও থাকবে না। আর এটি বুঝতে পেরেই আওয়ামী লীগ গায়ের জোরে আবারও ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। কিন্তু বারবার জনগণের সঙ্গে প্রতারণা করা যাবে না এবং তাদের বোকা বানানো যাবে না। ড. মোশাররফ বলেন, ২০১৫ সালে দলভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তের পর সরকারী সুবিধাভোগীদের নির্বাচনী সফর ও প্রচারে অংশ নেয়া নিষিদ্ধ করে আচরণবিধি চূড়ান্ত করা হয়। এর ধারাবাহিকতায় সিটি কর্পোরেশন নির্বাচনেও দলীয় প্রার্থীর পক্ষে মন্ত্রী-সাংসদের প্রচার নিষিদ্ধ করা হয়। তবে এ নিয়ে শুরু থেকেই ক্ষোভ প্রকাশ করে আসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাদের দাবির মুখে সম্প্রতি সিটি কর্পোরেশন নির্বাচনের আচরণবিধি সংশোধনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। আয়োজক সংগঠনের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজীম, সাবেক সাংসদ আব্দুল গফুর ভূঁইয়া, আতাউর রহমান আঙ্গুর, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন, আয়োজক সংগঠনের নেতা মনজুর হোসেন ঈসা প্রমুখ। খালেদাকে কারাগারে রেখে দেশে নির্বাচন হবে না- খসরু ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাগারে রেখে, এবং নতুন আইন করে এ দেশে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জাতীয়তাবাদী সংগ্রামী দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। খসরু বলেন, নির্বাচন কমিশনের কর্মকা-ে তাদের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে জনগণ। নির্বাচনে বিএনপির অবস্থান নিয়ে চিন্তা না করে জনগণকে নিয়ে চিন্তা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের যে জায়গা সংকীর্ণ করা হয়েছে জনগণ তা ফিরিয়ে আনবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন এ নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে কোন লাভ নেই। গভীর রাতে ছাত্রীদের হল থেকে বের করে দেয়া ন্যাক্কারজনক- রিজভী ॥ গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হল থেকে বের করে দেয়া ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
×