ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডিএনএ পরিবর্তন ইচ্ছেমতো

প্রকাশিত: ০৫:১১, ২১ এপ্রিল ২০১৮

ডিএনএ পরিবর্তন ইচ্ছেমতো

বিজ্ঞানীরা এমন একটা পদ্ধতি আবিষ্কার করতে চলেছেন যার মাধ্যমে আমাদের ডিএনএ-এর গঠন পাল্টে ফেলা যাবে। আমাদের শরীরের ডিএনএ আমাদের নিজেদের ইচ্ছে মতো পরিবর্তন করা সম্ভব হবে। অর্থাৎ যেকোন খেলোয়াড় চাইলেই ডিএনএ পরিবর্তন করে নিজের শারীরিক ক্ষমতা আরও বৃদ্ধি করে ফেলতে পারবেন। বিজ্ঞানীরা অধিক ফলনের জন্য গাছের বিভিন্ন ধরনের জেনেটিক কোড পরিবর্তন করে থাকেন। ঠিক একইভাবে মানুষের শরীরেও জেনেটিক কোড পাল্টে শারীরিক ক্ষমতাকে বৃদ্ধি করা সম্ভব। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, বিজ্ঞানীরা এমন একটা ডিএনএ ভাইরাস তৈরি করলেন যেটা মানুষের শরীরে বেশি করে প্রোটিন ইরিথ্রোপোয়েটিন (ইপিও) উৎপাদন করতে সহায়তা করে। এই বেশি মাত্রায় ইপিও শরীরের টিস্যুগুলোতে প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই করে থাকে যাতে করে শরীরের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। ড্রাগ টেস্টের মাধ্যমে শরীরে যদি ইনজেকশন দিয়ে ইপিও বা এই ধরনের কিছু নেয়া হয়ে থাকে সেটা বের করা সম্ভব। কিন্তু ডিএনএ থেকে যদি শরীরের এই ইপিও উৎপন্ন হয়ে থাকে অর্থাৎ শরীর যদি নিজে থেকেই এই ইপিও উৎপন্ন করে তবে সেটা বের করা রীতিমতো অসম্ভব। তবে এ্যান্টি ডোপিং এজেন্সির বিজ্ঞানী অলিভার রনিন বলেন, ‘এসব ক্ষেত্রে তখন আমরা রক্তে অথবা ডিএনএতে অতিরিক্ত কোন জিন আছে কি না সেটা পরীক্ষা করে বের করব। এটা বের করা যদিও এখন অসম্ভব তবে এর পদ্ধতি নিয়েও কাজ চলছে।’ -ফিউচারিজম
×