ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নৌপরিবহনের প্রধান প্রকৌশলী রিমান্ডে

প্রকাশিত: ০৮:৩৭, ২০ এপ্রিল ২০১৮

নৌপরিবহনের প্রধান প্রকৌশলী রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ দুর্নীতি মামলায় গ্রেফতার নৌপরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী এস এম নাজমুল হকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোঃ ফাহাদ বিন আমিন চৌধুরী এ আদেশ দেন। গত ১২ এপ্রিল রাজধানীর সেগুনবাগিচার সেগুন রেস্তরাঁ থেকে ঘুষের পাঁচ লাখ টাকাসহ ‘নাজমুলকে হাতেনাতে গ্রেফতার’ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৩ এপ্রিল শাহবাগ থানায় তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করে সংস্থাটি। বৃহস্পতিবার নাজমুলকে আদালতে হাজির করে দুদক সাত দিনের রিমান্ড চায়। ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্যই আসামিকে জিজ্ঞাসাবাদ জরুরী বলে দুদক রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়। জানা গেছে, সৈয়দ শিপিং লাইন নামের একটি শিপিং প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ পেয়ে সব আইনগত প্রক্রিয়া শেষে ফাঁদ পাতে দুদক। পাঁচ লাখ টাকা নিয়ে ও প্রতিষ্ঠানের এক কর্মীকে সেগুন রেস্তরাঁয় আসার কথা বলেন প্রধান প্রকৌশলী। সেখানে আগে থেকেই ওঁৎ পেতে ছিল দুদকের দলটি। ঘুষ নেয়ার পরপরই গ্রেফতার উচ্চপদস্থ এই প্রকৌশলীয়। জানা যায়, এ প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সৈয়দ শিপিং লাইনের জাহাজের রিসিভ নক্সা অনুমোদন ও নতুন জাহাজের নামকরণের অনুমোদনের জন্য ১৫ লাখ টাকা ঘুষ চান নাজমুল। এর মধ্য থেকে পাঁচ লাখ টাকা আগেই নিয়েছিলেন। দুদক তার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করছে।
×