ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জুভেন্টাসের হোঁচট, শিরোপাস্বপ্ন নেপোলির

প্রকাশিত: ০৬:৩১, ২০ এপ্রিল ২০১৮

জুভেন্টাসের হোঁচট, শিরোপাস্বপ্ন নেপোলির

স্পোর্টস রিপোর্টার ॥ চলমান মৌসুমে ইউরোপের ক্লাব ফুটবলে সব লীগেই শিরোপা লড়াই একপেশে হয়েছে। তবে লড়াইটা শুধু চলছে ইতালিয়ান সিরি’এ লীগে। এখানে ট্রফির লড়াইয়ে আছে জুভেন্টাস ও নেপোলি। ৩৩তম রাউন্ডের ম্যাচে জুভেন্টাস ড্র আর নেপোলি জয় পাওয়ায় লড়াইটা আরও উপভোগ্য হয়ে উঠেছে। বুধবার রাতে এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক ক্রোটোনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যম্পিয়ন জুভেন্টাস। আর উদিনেসকে ৪-২ গোলে হারিয়েছে নেপোলি। বর্তমানে ৩৩ ম্যাচে ২৭ জয় ও চার ড্রয়ে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নেপোলি। জেনোয়াকে ২-১ গোলে হারানো এএস রোমা ৬৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। লীগ শিরোপা ধরে রাখার লক্ষ্যে ধাক্কাটা ভালমতোই খেয়েছে জুভেন্টাস। পয়েন্ট টেবিলের অবনমন অঞ্চলের ক্লাব ক্রোটোনের মাঠে পয়েন্ট হারিয়েছে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল। ম্যাচের ১৬ মিনিটে বাঁপ্রান্ত থেকে ডগলাস কোস্টার গোলমুখে বাড়ানো ক্রসে হেডে জুভেন্টাসকে এগিয়ে দেন এ্যালেক্স সান্ড্রো। ৬৫ মিনিটে দারুণ ওভারহেড কিকে ম্যাচে সমতা ফেরান স্বাগতিকদের নাইজিরিয়ার ফরোয়ার্ড সিমিওনে। ম্যাচ শেষে জুভেন্টাস কোচ ম্যামিসিলিয়ানো এ্যালেগ্রি বলেন, আমাদের ভাল রাত কাটেনি। আমাদের সামনের ম্যাচগুলোতে আরও সতর্ক থাকতে হবে। কেননা শিরোপা রেসে নেপোলি ভালমতোই আছে। নেপোলির বড় জয়ে গোলগুলো করেন ইনসিগনে, আলবিওল, মিলিক ও টোনেলি। উদিনেসের হয়ে দু’টি গোল করেন জাঙ্কটো ও ইনগেলসন। ম্যাচ শেষে নেপোলি কোচ মাউরিজিও সারি বলেন, আমাদের ভাল সম্ভাবনা আছে। তবে জুভেন্টাস এখনও এগিয়ে। তাদের টপকে শিরোপা জিততে হলে আমাদের সেরাটাই দিতে হবে। তৃতীয় বিভাগ ফুটবল লীগের ফল স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাইফ পাওয়ার ব্যাটারি তৃতীয় বিভাগ ফুটবল লীগের খেলায় সিদ্দিকবাজার ঢাকা জুনিয়র এসসি ২-০ গোলে দিপালী যুব সংঘকে হারায়। অপর ম্যাচে লালবাগ স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়েছে কদমতলা সংসদ।
×