ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার লীগের বর্ষসেরা দলে ম্যানসিটির আধিপত্য

ম্যানইউর জয়ে খুশি মরিনহো

প্রকাশিত: ০৬:৩০, ২০ এপ্রিল ২০১৮

ম্যানইউর জয়ে খুশি মরিনহো

স্পোর্টস রিপোর্টার ॥ লজ্জার হারের পর আবারও জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগের রাউন্ডে টেবিলের তলানির দলের কাছে ১-০ গোলে হেরেছিল রেড ডেভিললসরা। সেই হারে নিশ্চিত হয়ে যায় তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লীগ শিরোপাও। সেই হারের পর বুধবার রাতে বোর্নমাউথের মাঠে নেমেছিল ম্যানইউ। ২-০ গোলে জিতে দ্বিতীয় স্থান মজবুত করেছে জোশে মরিনহোর দল। ম্যাচের প্রথম দিকে কোন আক্রমণের সুযোগ পায়নি ম্যানইউ। ২৮ মিনিটে ইউনাইটেডের হয়ে প্রথম গোল করেন ক্রিস স্মলিং। লিনগার্ডের পাসে পা ছুঁয়ে গোলে পরিণত করেন ইংলিশ ডিফেন্ডার। প্রথমার্ধে এই গোল বাদে ম্যাড়ম্যাড়ে খেলা উপহার দেয় ম্যানইউ। আর তেমন কোন গোলের সুযোগ তৈরি করতে না পারলে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি। বিরতি থেকে ফিরে যেন প্রাণ ফিরে পায় মরিনহোর শিষ্যরা। তারা আক্রমণাত্মক খেললেও ৫৬ মিনিটে বোর্নমাউথের ফুটবলার উইলসন গোলের সহজ সুযোগ পান। যদিও তিনি সে সুযোগ কাজে লাগাতে পারেননি। ৭০ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলের লিড এনে দেন রোমেলু লুকাকু। পল পোগবার সহায়তায় বোর্নমাউথের বিপক্ষে নিজের সপ্তম গোল করেন বেলজিয়াম স্ট্রাইকার। ম্যাচের বাকি সময় গোল না হলে ২-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা। এদিকে পেশাদার ফুটবলার্স এ্যাসোসিয়েশনের বিচারে প্রিমিয়ার লীগের বর্ষসেরা দলে পাঁচজন ম্যানচেস্টার সিটির খেলোয়াড় জায়গা করে নিয়েছেন। প্লে মেকার কেভিন ডি ব্রুইয়েনের সঙ্গে এই দলে আছেন সিটি রাইটব্যাক কাইল ওয়াকার, সেন্টারব্যাক নিকোলাস ওটামেন্ডি, মিডফিল্ডার ডেভিড সিলভা ও স্ট্রাইকার সার্জিও এ্যাগুয়েরো। প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন সিটি ছাড়া বাকি খেলোয়াড়দের মধ্যে টটেনহ্যামের আধিপত্য আছে। স্পার্সদের তিনজন খেলোয়াড় বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন। ডিফেন্ডার ইয়ান ভারটোনগেন, মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেনের সঙ্গে তারকা স্ট্রাইকার হ্যারি কেন আছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের একমাত্র খেলোয়াড় হিসেবে এই দলে জায়গা পেয়েছেন গোলরক্ষক ডেভিড ডি গিয়া। এছাড়া আগের মৌসুমের চ্যাম্পিয়ন চেলসিরও একমাত্র খেলোয়াড় হিসেবে এখানে আছেন মার্কোস এ্যালানসো। এবারের প্রিমিয়ার লীগের সবচেয়ে আকর্ষণীয় খেলোয়াড় মোহাম্মদ সালাহ আছেন আক্রমণভাগের শীর্ষে। চলতি মৌসুমে এ পর্যন্ত সর্বোচ্চ ৩০ গোল করে লিভারপুলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন মিসরীয় এই তারকা। পিএফএ বর্ষসেরা খেলেয়াড়ের জন্য মনোনীত হয়েছেন ছয়জন। তারা হলেন- ডি ব্রুইনে, সিলভা, ডি গিয়া, কেন, সালাহ ও ম্যানচেস্টার সিটির লিওরে সানে। আগামী রবিবার লন্ডনে পিএফএ এ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে। প্রিমিয়ার লীগ ও ফুটবল লীগে ৯২ জন পিএফএ সদস্য ক্লাব এই এ্যাওয়ার্ডের জন্য নিজেদের ভোট প্রদান করে থাকেন। চেন্নাইভক্তদের জন্য বিশেষ ট্রেন স্পোর্টস রিপোর্টার ॥ কাবেরী নদীর পানিবন্টন ইস্যুতে তামিলনাড়ুজুড়েই সোচ্চার সাধারণ মানুষ। সঙ্গে আছে বিভিন্ন রাজনৈতিক দল। তারা চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের ম্যাচগুলো নিজেদের মাঠে আয়োজিত হোক চায় না। এমনকি ম্যাচ চলার সময় ক্রিকেটারদের দিকে দর্শক গ্যালারি থেকে জুতাও ছোড়া হয়েছে। পরবর্তীতে হুমকি দেয়া হয় স্টেডিয়ামে বিষধর সাপ ছেড়ে দেয়ার। এ কারণে চেন্নাই থেকে ১২০০ কিলোমিটার দূরে পুনেতে ম্যাচগুলো খেলবেন মহেন্দ্র সিং ধোনির দল।
×