ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্ব একাদশের হয়ে খেলবেন আফ্রিদি

প্রকাশিত: ০৬:৩০, ২০ এপ্রিল ২০১৮

বিশ্ব একাদশের হয়ে খেলবেন আফ্রিদি

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান জাতীয় ক্রিকেট দল থেকে অবসর নিয়েছেন। তবে এখনও ক্রিকেট ছাড়েননি। এখনও ঘরোয়া আসরগুলোয় খেলছেন পাকিস্তানী অলরাউন্ডার শহীদ আফ্রিদি। বিশেষ করে টি২০ ক্রিকেটে এখনও দারুণ কদর ‘বুম বুম’ খ্যাতি পাওয়া এ বিধ্বংসী ব্যাটসম্যানের। রঙিন জার্সিতে তাই নিয়মিতই তিনি। তবে আন্তর্জাতিক পরিবেশে সবাই হয়তো তাকে ভুলে যাওয়ার পর্যায়ে চলে গেছেন। কিন্তু আবার ফিরছেন আফ্রিদি। এবার আইসিসি বিশ্ব একাদশের হয়ে তিনি খেলবেন একটি চ্যারিটি ম্যাচে। গত বছর হ্যারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে ক্ষতিগ্রস্ত ক্যারিবীয় অঞ্চলের কয়েকটি স্টেডিয়াম পুনর্গঠনে তহবিল সংগ্রহের জন্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হবে বিশ্ব একাদশ। লর্ডসে ৩১ মে অনুষ্ঠিতব্য ম্যাচটি হবে টি২০ ফরমেটের। এ ম্যাচটিকে আন্তর্জাতিক স্বীকৃতিও দিয়েছে আইসিসি। ইরমা ও মারিয়া হ্যারিকেন ব্যাপক ক্ষতিসাধন করেছিল ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। সে সময় ওই এলাকার ৫টি স্টেডিয়াম বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্টেডিয়ামগুলো সংস্কার করে ভাল চেহারায় ফেরাতে বিপুল অঙ্কের অর্থ প্রয়োজন। তহবিল গঠনের উদ্দেশ্যেই একটি চ্যারিটি ম্যাচের আয়োজন করা হবে আগামী মাসের শেষে। ৩১ মে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডসে টি২০ সেই ম্যাচে মুখোমুখি হবে বিশ্ব একাদশ ও ওয়েস্ট ইন্ডিজ। সে ম্যাচের জন্য বিশ্ব একাদশে ডাকা হয়েছে আফ্রিদিকে। তার সঙ্গী হিসেবে থাকছেন দীর্ঘদিনের সতীর্থ শোয়েব মালিক ও শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা। উইন্ডিজের জাতীয় দলের বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচের আয়োজনে আয় করা অর্থ ব্যয় হবে স্টেডিয়াম পুনর্গঠনের কাজে। বিশ্ব একাদশের জন্য ডাকা তারকা ক্রিকেটারদের মধ্যে ইংলিশ অধিনায়ক ইউন মরগানের নামও আছে। তবে আফ্রিদি, মালিক ও পেরেরাই এখন পর্যন্ত ম্যাচটি খেলার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন। ওয়ানডে ক্রিকেটে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন আফ্রিদি। তারপর থেকেই তাকে ইতিহাসের সবচেয়ে কড়া মেজাজি ব্যাটসম্যান হিসেবেই চেনে পুরো বিশ্ব। বিধ্বংসী এই ব্যাটসম্যানের নাম হয়ে যায় ‘বুম বুম’ আফ্রিদি। তবে সেই রেকর্ডটা অবশ্য হাতছাড়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটও ছেড়ে দিয়েছেন তিনি। এখন ফ্র্যাঞ্চাইজি আসরগুলোই খেলছেন। তবে তাকে ভোলেনি আইসিসি। তাই বিশ্ব একাদশে তাকে ডাকা হয়েছে। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ অলরাউন্ডার। আফ্রিদি বলেন, ‘লাহোরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর বিশ্ব একাদশে দ্বিতীয়বারের মতো সুযোগ পেয়ে আমি গর্বিত। সামনের মাসের লর্ডসের ম্যাচের দিকে তাকিয়ে আছি। আইপিএল পয়েন্ট টেবিল দল ম্যাচ জয় হার পরিত্যক্ত পয়েন্ট রানরেট কলকাতা ৫ ৩ ২ ০ ৬ ০.৮২৫ হায়দরাবাদ ৩ ৩ ০ ০ ৬ ০.৭৭২ পাঞ্জাব ৩ ২ ১ ০ ৪ ০.১১৬ চেন্নাই ৩ ২ ১ ০ ৪ ০.১০৩ রাজস্থান ৪ ২ ২ ০ ৪ -০.৩৬৬ মুম্বাই ৪ ১ ৩ ০ ২ ০.৪৪৫ ব্যাঙ্গালুরু ৪ ১ ৩ ০ ২ -০.৮৬১ দিল্লী ৪ ১ ৩ ০ ২ -১.৩৯৯ ক্স বৃহস্পতিবার হায়দরাবাদ-পাঞ্জাব ম্যাচের আগ পর্যন্ত
×