ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এমবাপের জোড়ায় ফরাসী কাপের ফাইনালে পিএসজি

প্রকাশিত: ০৬:২৯, ২০ এপ্রিল ২০১৮

এমবাপের জোড়ায় ফরাসী কাপের ফাইনালে পিএসজি

স্পোর্টস রিপোর্টার ॥ ঘাতক ইনজুরির কারণে সুপারস্টার নেইমার না থাকলেও প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) জয়যাত্রা থেমে নেই। ইতোমধ্যে দলটি ফরাসী লীগ ওয়ানের শিরোপা শোকেসে ভরেছে। আরও একটি শিরোপার পথে এগিয়ে গেছে উনাই এমেরির দল। ফরাসী লীগ কাপের ফাইনালে উঠে গেছে পিএসজি। বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে ফরাসী তারকা কিলিয়ান এমবাপের জোড়া গোলে ভর করে পিএসজি ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিক কায়েনকে। আগামী ৮ মে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে পিএসজির প্রতিপক্ষ তৃতীয় সারির দল লেস হারবিয়ার্স। এই টুর্নামেন্টের টানা তৃতীয় ও রেকর্ড ১১ বারের চ্যাম্পিয়ন পিএসজি। এবার টানা চতুর্থবার শিরোপার হাতছানি তাদের সামনে। সেমিতে কায়েনের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে পিএসজি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ২৫ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন এমবাপে। ডি মারিয়ার পাস ডি বক্সে পেয়েও শট নিতে ব্যর্থ হন এডিনসন কাভানি। বল ধরতেও ব্যর্থ হন গোলরক্ষক। ফাঁকায় বল পেয়ে গোল করেন ফরাসী তারকা। ম্যাচের ৪৩ মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে স্বাগতিকদরা। ইসমাইল ডিওমদের শট ফরাসী মিডফিল্ডার আদ্রিয়ান রাবিও পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। বিরতি থেকে ফিরেই বল জালে জড়ান কাভানি। তবে ভিডিও রিপ্লে দেখে ডি মারিয়া অফসাইডে থাকায় গোলটি বাতিল করে দেন রেফারি। ম্যাচের ৮১ মিনিটে আবারও গোল করে দলকে এগিয়ে দেন এমবাপে। কানাভির বাড়ানো বল সহজেই জালে জড়ান এই তারকা। আর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দানি আলভেজের পাস পেয়ে বাঁকানো শটে জয় নিশ্চিত করেন ক্রিস্টোফা এনকুকু। ম্যাচ শেষে পিএসজি কোচ উনাই এমেরিকে কথা বলতে হয় তারকা নেইমারকে নিয়ে। পায়ের পাতায় অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়া শেষে ব্রাজিলিয়ান তারকা কবে মাঠে ফিরছেন তা নাকি জানেন না পিএসজি কোচ। গত ফেব্রুয়ারিতে লীগ ওয়ানের ম্যাচে চোট পান নেইমার। ব্রাজিলে তার পায়ের পাতার পঞ্চম মেটাটারসালে অস্ত্রোপচার করা হয়। ১৭ মে চূড়ান্ত পরীক্ষা হতে পারে চোটের জায়গায়। রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে এরপরই অনুশীলনে ফেরার লক্ষ্যের কথা জানান ব্রাজিলিয়ান তারকা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে নেইমার প্রসঙ্গে এমেরি বলেন, সবকিছুই নির্ভর করছে নেইমার সেখানে চূড়ান্ত পরীক্ষায় কেমন অনুভব করে তার ওপর।
×