ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্লিয়ার মেন অনুধ-১৭ ফুটবল

জমে উঠেছে ঢাকার ক্ষুদে ফুটবলারদের লড়াই

প্রকাশিত: ০৬:২৭, ২০ এপ্রিল ২০১৮

জমে উঠেছে ঢাকার ক্ষুদে ফুটবলারদের লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ স্কুল পর্যায়ে ফুটবলের উন্নয়নের জন্য মেন’স শ্যাম্পু ব্র্যান্ড ‘ক্লিয়ার মেনে’র আয়োজনে দেশব্যাপী ‘ক্লিয়ার মেন বাংলাদেশ অ-১৭ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট’ শুরু হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় সারাদেশে স্কুল ছাত্রদের জন্য শুরু হওয়া এই ফুটবল টুর্নামেন্টে ঢাকা বিভাগের খেলা জমে উঠেছে। ঢাকার ৬৪ স্কুলের ফুটবলাররা উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠ ও উত্তরা র‌্যাব-১ এর মাঠে বুধবার থেকে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। গত ২৭ মার্চ থেকে টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হয়েছে। সারাদেশ থেকে ২৭০টি স্কুল ফুটবল দল এ খেলার জন্য নিবন্ধন করে। প্রথমপর্বে প্রতিটি বিভাগ থেকে সেরা দুই দল করে মোট ১৬ স্কুলকে ঢাকায় ন্যাশনাল রাউন্ডে খেলার জন্য নির্বাচন করা হবে। বাফুফে বিশেষ প্রশিক্ষণ দিতে এখান থেকে সেরা ২৬ খেলোয়াড় বাছাই করবে। এ পর্যন্ত টুর্নামেন্টের রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের খেলা সম্পন্ন হয়েছে। এ ছয় বিভাগের খেলা শেষে ১২ দল ঢাকায় জাতীয় পর্যায়ে খেলার জন্য উত্তীর্ণ হয়। দলগুলো হলো : রাজশাহী বিভাগে সোনাদীঘি হাইস্কুল ও জামিরা হাইস্কুল। রংপুর বিভাগের রংপুর জেলা স্কুল ও হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়। খুলনা বিভাগের বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল ও রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়। বরিশাল বিভাগের ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় ও সরকারী টেকনিক্যাল স্কুল পিরোজপুর। সিলেটের সিরাজউদ্দিন আহমেদ একাডেমি ও প্রগতি উচ্চ বিদ্যালয়। চট্টগ্রাম বিভাগের পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ও টিএসপি কমপ্লেক্স স্কুল। আগামী ২৪ এপ্রিল জানা যাবে ঢাকা বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের নাম। সবগুলো বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ঢাকায় আগামী ২৭ এপ্রিল থেকে শুরু হওয়া জাতীয় পর্যায়ের খেলায় সুযোগ দেয়া হবে। চ্যাম্পিয়ন্স লীগ সেমি খেলা হচ্ছে না ভিদালের স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে উঠেছে জার্মান চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখ। এবার তাদের শেষ চারে অগ্নিপরীক্ষা স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে। কিন্তু এমন এসিড টেস্টে থাকছেন না বেয়ার্নের তারকা আরটুরো ভিদাল। কারণ বাভারিয়ানদের কোচ জাপ হেইঙ্কেস জানিয়েছেন ভিদালের হাঁটুতে ছোটখাটো অস্ত্রোপচার করাতে হবে। পরের বুধবার (২৫ এপ্রিল) চ্যাম্পিয়ন্স লীগ সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাটিতে রিয়ালের মুখোমুখি হবে বেয়ার্ন।
×