ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্নে বিভোর ওজনিয়াকি

প্রকাশিত: ০৬:২৬, ২০ এপ্রিল ২০১৮

দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্নে বিভোর ওজনিয়াকি

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী মাসেই শুরু হবে ফ্রেঞ্চ ওপেন। মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে ক্যারিয়ারের দ্বিতীয় মেজর শিরোপা জিততে মরিয়া ক্যারোলিন ওজনিয়াকি। এ প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ডেনমার্কের এই টেনিস তারকা বলেন, ‘ক্যারিয়ারের দ্বিতীয় মেজর টুর্নামেন্ট জয়ের চ্যালেঞ্জের জন্য আমি রোমাঞ্চিত। আমি নিশ্চিতভাবেই বিশ্বাস করি তা পারব। যদিওবা ব্যাপারটা মোটেও সহজ হবে না, তারপরও আমি খুব আশাবাদী।’ বিশ্ব টেনিসে যে ক’জন আলোচিত তারকা রয়েছেন তাদের মধ্যে ক্যারোলিন ওজনিয়াকি অন্যতম। দীর্ঘদিন ধরে টেনিস কোর্টে লড়াই করেছেন তিনি। কিন্তু কখনই হাল ছাড়েননি ড্যানিশ টেনিস তারকা। সেটারও ফল পেয়েছেন ওজনিয়াকি। চলতি মৌসুমের শুরুতেই যে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্ন পূরণ করেছেন তিনি। তাও আবার দুর্দান্ত ফর্মে থাকা রোমানিয়ার সিমোনা হ্যালেপকে পরাজিত করে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। হ্যালেপকে হারানোর পর বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও পুনরুদ্ধার করেন ওজনিয়াকি। কিন্তু খুব বেশিদিন শীর্ষে থাকতে পারেননি তিনি। তাকে সরিয়ে আবারও এক নম্বর স্থানটি দখল করে নেন সিমোনা হ্যালেপ। তবে ওজনিয়াকি শীর্ষস্থান নিয়ে মোটেও চিন্তিত নন। বরং জয়ের আত্মবিশ্বাস নিয়েই প্যারিসে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবন্ধ তিনি। এ প্রসঙ্গে স্পন্সরদের আয়োজিত এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন বলেন, ‘কোথায় অবস্থান করছি আমি? এক নাকি দুইয়ে? আমি মনে করি না এটা খুব একটা প্রভাব ফেলতে পারে। কেননা আমি অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছি। তারা সকলেই জানে যে, আমিই সর্বশেষ গ্র্যান্ডস্লাম জয়ী খেলোয়াড়। তাই এটা নিশ্চিত যে আমি কিছু না কিছু লক্ষ্যকে সামনে রেখেই ফ্রেঞ্চ ওপেনের কোর্টে নামতে যাচ্ছি। তবে একটা বিষয় আমার খুব ভাল লাগছে যে, কোন ধরনের চাপ না নিয়েই প্যারিসে যাচ্ছি আমি।’ ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককে রাজত্ব চলছে রাফায়েল নাদালের। গত একদশক ধরেই এককভাবে দাপট দেখাচ্ছেন তিনি। প্রথম খেলোয়াড় হিসেবে দশবার এই গ্র্যান্ডস্লাম জয়ের অবিস্মরণীয় কীর্তিও তার দখলে। কিন্তু মহিলা এককে ব্যতিক্রম চিত্রনাট্য। নাদালের মতো এককভাবে আধিপত্য বিস্তার করতে পারেননি কেউ। টেনিসের উন্মুক্ত যুগে সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ী সেরেনা উইলিয়ামসের কথাই ধরুন না, ক্লে কোর্টের এই টুর্নামেন্টে তার সাফল্যও তেমন ঝলমলে নয়। সুদীর্ঘ ক্যারিয়ারে মাত্র তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন এই টুর্নামেন্টে। আর ক্যারোলিন ওজনিয়াকি এটাকেই দেখছেন ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে। মহিলা এককে কারও একক দাপট না থাকাতেই যেন খুব সুবিধে হয়েছে তার। এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি মনে করি এই মুহূর্তে ক্লে কোর্টের কোন স্পেশালিস্ট খেলোয়াড় নেই। আর এটাই আমাকে বেশি অনুপ্রাণিত করছে।’ ক্লে কোর্টে ওজনিয়াকির নিজের পারফর্মেন্সও তেমন ঝলমলে নয়। গত মৌসুমেও এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন তিনি। শেষ আটে লাটভিয়ার জেলেনা ওস্টাপেঙ্কোর কাছে হেরেছিলেন ক্যারোলিন ওজনিয়াকি। শেষ পর্যন্ত এই ওস্টাপেঙ্কোই দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেন। সেই সঙ্গে লাটভিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে কোন গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয়ের রেকর্ড গড়েন ওস্টাপেঙ্কো। তবে গত মৌসুমের চেয়ে তার পারফর্মেন্স আরও উন্নতি হয়েছে বলে দাবি করেন ওজনিয়াকি। এ বিষয়ে ড্যানিশ টেনিস তারকা বলেন, ‘আমি অবশ্যই ক্লে কোর্টে উন্নতি করেছি।’
×