ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাবিতে শিক্ষা কার্যক্রম সচল রাখার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:০৯, ২০ এপ্রিল ২০১৮

জাবিতে শিক্ষা কার্যক্রম সচল রাখার দাবিতে মানববন্ধন

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম সচল রাখার দাবিতে মানববন্ধন করেছে বর্তমান উপাচার্য ড. ফারজানা ইসলামের অনুসারী শিক্ষকেরা। বৃহস্পতিবার বেলা বারটার দিকে প্রশাসনিক ভবনের সামনে ‘বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’ ব্যানারে অনুষ্ঠিত এই মানববন্ধনে শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। মানববন্ধনে বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদের আহ্বায়ক নুরুল আলম বলেন, ‘৭৩ এর অধ্যাদেশ অনুসারে রাষ্ট্রপতি উপাচার্যকে পুনরায় মনোনীত করেছেন। কিন্তু একটি পক্ষ এই গণতান্ত্রিক নিয়োগকে প্রশ্নবিদ্ধ করে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’ সহযোগী অধ্যাপক আশরাফুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক মোহাম্মদ হানিফ আলী, অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
×