ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ০৬:০৫, ২০ এপ্রিল ২০১৮

বরিশালে শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত ২০

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীতে রিক্সা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটির সঙ্গে পুলিশের সংঘর্ষে ছয় পুলিশসহ কমপক্ষে ২০ শ্রমিক আহত হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা এমরান হাবীব রুমন, নাসরিন আক্তার টুম্পা, মিঠুন চক্রবর্তী, জাকির হোসেন, নুর ইসলাম নামের ছয়জনকে আটক করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার এসি শাহনাজ পারভীন জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে ব্যাটারিচালিত রিক্সা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটি ও সমাজতান্ত্রিক দল (বাসদ) ব্যাটারিচালিত রিক্সা উচ্ছেদ বন্ধ ও লাইসেন্স পাওয়ার দাবি জানিয়ে নগরীতে মিছিল বের করে। এ সময় তারা জেলা জজ আদালত প্রাঙ্গণের সামনে ব্যস্ততম ফজলুল হক এভিনিউ সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের বাগ্বিত-া হয়। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের ওপর হামলা চালালে পুলিশ লাঠিচার্জ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় রিক্সা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটির সদস্যদের হামলায় কোতোয়ালি মডেল থানার এসি শাহনাজ পারভীন, ওসি শাহ মোঃ আওলাদ হোসেন, এসআই নজরুল ইসলামসহ ছয় পুলিশ সদস্য আহত হয়। অপরদিকে পুলিশের লাঠিচার্জে ২০ শ্রমিক আহত হয়।
×