ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সৌদিতে নিহত দুই ভাইয়ের পরিবারে চলছে মাতম

প্রকাশিত: ০৬:০৫, ২০ এপ্রিল ২০১৮

সৌদিতে নিহত দুই ভাইয়ের পরিবারে চলছে মাতম

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৯ এপ্রিল ॥ সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দুই সহোদরসহ সাত বাংলাদেশীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত প্রায় সাড়ে তিনটার দিকে সৌদি আরবের আল হোলাইফা শহরে এ ঘটনা ঘটে। কমলনগরের নিহত ও দুই সহোদর হচ্ছেন, উপজেলার চরমার্টিনের করইতোলা বাজার সংলগ্ন চরলরেঞ্জ গ্রামের নেছার আহম্মদের ছেলে জসিম উদ্দিন (২৬) ও মোঃ ইব্রাহিম (২৩)। নিহতের চাচা করইতোলা বাজারের উপকূল ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা নজির আহমেদ হেলালী তার দুই ভাতিজা নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বুধবার (১৮ এপ্রিল) বিকেলে সৌদি আরবে অবস্থানরত স্বজনদের মাধ্যমে তাদের মৃত্যুর খবর তিনি নিশ্চিত হয়েছেন বলে জানিয়েছেন। এ খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। এ দুই সহোদর ছাড়াও ফেনীর দু’জন, কুমিল্লার তিনজন রয়েছেন। সংসারের সুখের আশায় দেশে ১৫/১৬ লাখ টাকা ধারদেনা করে সেখানে সোফা সেটের দোকান দেয় দুই ভাই। বৃদ্ধ বাবার সঙ্গে তিন ভাইয়ের মধ্যে জশিম এবং ইব্রাহিম সৌদিতে যায়। সুখের আশায় সেখানে সোফার দোকান দেয় তারা। ভাগ্যের নির্মম পরিহাস। আগুন তাদের জীবন প্রদীপ নিভিয়ে দিল। ধারদেনা নিয়ে পরিবারটি বর্তমানে অসহায় হয়ে পড়ে, জানান নিহতদের পরিবার। তিন ভাই দু’বোনের মধ্যে এরাই ছিল উপার্জনক্ষম। কমলনগরে নিহতদের ঘটনায় চলছে শোকের মাতম। সন্তানকে হারানোর যন্ত্রণায় মা রৌশন আক্তার শোকে দিশেহারা হয়ে পড়েছেন। মাত্র তিনমাস পূর্বে বিয়ে করেছেন জশিম। হাতের মেহেদী মুছতে না মুছতেই স্বামী হারানোর যন্ত্রণায় কাতর হয়ে পড়েছেন সদ্য বিবাহিত স্ত্রী সেলিনা আক্তার রুমকি। নানা নজির আহম্মদ জানান, ১৫/১৬ লাখ টাকা ধার করে সৌদিতে যায় নাতিরা। দু’জন নিহতের ঘটনায় গোটা পরিবারটি হুমকিতে পড়ে। সর্বস্ব হারিয়ে তারা এখন দিশেহারা হয়ে পড়েছে। স্বজনরা নিহতদের লাশ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয় এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত হস্তক্ষেপ কামনা করেছেন।
×