ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইসলামী ছাত্রী সংস্থার নামে জঙ্গীকাণ্ডে জড়াচ্ছে ছাত্রীরা

প্রকাশিত: ০৬:০৪, ২০ এপ্রিল ২০১৮

ইসলামী ছাত্রী সংস্থার নামে জঙ্গীকাণ্ডে জড়াচ্ছে ছাত্রীরা

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ জামায়াতে ইসলামী বাংলাদেশের ছাত্রী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থা আর কথিত ‘আবহ ফাউন্ডেশনে’র নামে এবার জঙ্গীকাণ্ড সম্প্রসারিত হচ্ছে রাজশাহী অঞ্চলে। খুঁজে খুঁজে অভাবী ও দরিদ্র পরিবারের ছাত্রীদের ভুল বুঝিয়ে এ কাজে সম্পৃক্ত করা হচ্ছে। আর অর্থের লোভে পড়ে অভাবী পরিবারের ছাত্রীরা এ ফাঁদে পা দিচ্ছে। বুধবার রাজশাহীর গোদাগাড়ীর ছয়ঘাটি গ্রাম থেকে জঙ্গী সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার একই পরিবারের ৬ নারী ও একজন পুরুষকে গ্রেফতারের পর এমন তথ্য পাওয়া গেছে। তাদের কাছে যেসব বৈশাখ ও বর্ষবরণ বিরোধী লিফলেট পাওয়া গেছে তা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার। তাদের কাছে আবহ ফাউন্ডেশনেরও লিফলেট পাওয়া যায়। পুলিশ কথিত আবহ ফাউন্ডেশনের কোন অস্তিত্ব না পেলেও অপর লিফলেটটি ইসলামী ছাত্রী সংস্থার তা নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ‘পহেলা বৈশাখের নির্দেশনা’ শিরোনামে প্রকাশিত বর্ষবরণ বিরোধী লিফলেট বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার। লিফলেটে তাদের পুরো নাম না থাকলেও সংক্ষিপ্তভাবে বা. ই. ছা. স ব্যবহার করা হয়েছে। এ ছাড়া ‘ঐতিহ্যের আহ্বানে শেকড়ের সন্ধানে’ শিরোনামে প্রকাশিত অপর লিফলেটগুলো আবহ ফাউন্ডেশনের। যদিও পুলিশ বলছে, এমন ফাউন্ডেশনের অস্তিত্ব নেই। তবে এটিও ইসলামী ছাত্রী সংস্থার কোন কৌশল হতে পারে। এ দুটি লিফলেটের ভাষা প্রায় একই ধরনের। পুলিশ ধারণা করছে জামায়াতে ইসলামী বাংলাদেশের ছাত্রী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার নামে জঙ্গী তৎপরতার কৌশল হতে পারে। এ বিষয়ে তথ্য জানতে পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে বৃহস্পতিবার সাত দিনের রিমান্ড আবেদন করেছে।
×