ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোহনগঞ্জে স্বামীর হাতে গৃহবধূ খুন

প্রকাশিত: ০৬:০৩, ২০ এপ্রিল ২০১৮

মোহনগঞ্জে স্বামীর হাতে গৃহবধূ খুন

নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ১৯ এপ্রিল ॥ পরকীয়ার জেরে বৃহস্পতিবার সকালে উপজেলার ৬নং সুয়াইর ইউনিয়নের রানা হিজল গ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। অস্ত্রের এলোপাতাড়ি কোপে আরও দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন, ফরিদ মিয়া, খাদিজা বেগম। জানা গেছে, রানা হিজল গ্রামের সুনালী খাঁর ছেলে আব্দুল জলিলের সঙ্গে প্রায় আট বছর আগে উপজেলার মানশ্রী গ্রামের শামছু মিয়ার মেয়ে হেলেনার বিয়ে হয়। তাদের ঘরে তিনটি কন্যা সন্তান রয়েছে। হেলেনার সঙ্গে খুনী জলিলের বড় ভাই শহীদের পরকীয়ার সম্পর্ক ছিল বলে দাবি করে জলিল। তারই সূত্র ধরে বৃহস্পতিবার সকালে দা দিয়ে স্ত্রী হেলেনাকে কুপিয়ে নির্মমভাবে খুন করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। ভালুকায় ভাইয়ের হাতে ভাই নিজস্ব সংবাদদাতা ভালুকা ময়মনসিংহ থেকে জানান, উপজেলার ভরাডোবা নারাঙ্গীপাড়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে ছোটভাইয়ের পেরেকের আঘাতে বড়ভাই খুন হয়েছে। জানা যায়, ঘটনার সময় ভরাডোবা নারাঙ্গী পাড়ার হেলাল উদ্দিন ছেলে ভালুকা-ত্রিশাল মৈত্রী কলেজের ছাত্র এইচএসসি পরীক্ষার্থী বাহার উদ্দিন (২০) তার ছোট ভাই ভরাডাবা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র আজাহার (১৪) কে স্কুলে না যাওয়ার কারণ জানতে চেয়ে ছোট ভাইকে শাসন করে। এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই আজাহার, বড় ভাই বাহার উদ্দিনকে হাতে থাকা পেরেক দিয়ে বুকে আঘাত করে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় বাহারকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিরাজগঞ্জে ছুরিকাঘাতে যুবক স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, পাওনা টাকা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দর্পন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর দক্ষিণ মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত দর্পন হোসেনপুর দক্ষিণ মহল্লার মৃত আব্দুর রহমান মাস্টারের ছেলে। প্রত্যক্ষদর্শী ফজল হোসেনসহ স্থানীয়রা জানান, দর্পনের বড় ভাই রতনের কাছে একই মহল্লার জোয়াদ আলীর ছেলে আরিফ হোসেন এক লাখ টাকা পেতেন। এর মধ্যে ৮০ হাজার টাকা পরিশোধ করেছিলেন রতন। বুধবার রাতে বাকি ২০ হাজার টাকা দেয়ার কথা ছিল। কিন্তু রতন ওই টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় আরিফ হোসেন ক্ষিপ্ত হন। পরে দর্পনসহ পরিবারের লোকজন এগিয়ে এলে উভয়পক্ষের বাগ্বিত-ার এক পর্যায়ে সংঘর্ষ হয়। এরই এক পর্যায়ে আরিফ হোসেন দর্পনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। যশোরে ভাইয়ের হাতে ভাই স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, জমি নিয়ে বিরোধের জেরে মণিরামপুরে বড় ভাইয়ের শাবলের আঘাতে জগবন্ধু দাস (৫৬) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। বৃহস্পতিবার সকাল আটটার দিকে উপজেলার ঝাঁপা গ্রামের পাটুনিপাড়ায় এ ঘটনা ঘটে। স্বজনরা উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত জগবন্ধু ওই এলাকার অন্নচরণ দাসের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। এ দিকে ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে। তারা হলেন, নিহতের বড়ভাই শ্যামপদ দাস (৬০), তার স্ত্রী মায়ারানি দাস (৫০) ও মেয়ে পার্বতীরানি দাস (১৭)। নিহত জগবন্ধুর স্ত্রী জোছনা বলেন, ‘বাড়িতে একটি মন্দির তৈরির কাজ চলছিল। শ্যামপদ পথ না রেখেই মন্দির নির্মাণ করাচ্ছিল। সকালে আমার স্বামী কাজ করতে নিষেধ করলে কথাকাটাকাটির একপর্যায়ে শ্যামপদ শাবল ও ইট দিয়ে তার মাথায় আঘাত করে। এ সময় সে (জগবন্ধু) পড়ে গেলে তার বুকের ওপর উঠে ইচ্ছামতো পাড়ায় শ্যামপদ। চুয়াডাঙ্গায় এক ব্যক্তি নিজস্ব সংবাদদাতা চুয়াডাঙ্গা থেকে জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামে ধারাল অস্ত্রাঘাতে বাবুর আলী বাবু (৪৫) নামের এক সমাজ বিরোধী নিহত হয়েছে। নিহত বাবু ওই গ্রামের মরহুম শুকুর আলী ম-লের ছেলে। হত্যাকা-টি গত বুধবার রাতে কোন এক সময় ঘটলেও পুলিশ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, বুধবার রাতে খবর আসে গড়চাপড়া গ্রামের বাবুর আলী বাবুর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। তার বাড়ি থেকে ধারণা করা হচ্ছিল বাবুকে অপহরণ করা হয়েছে। সেই মোতাবেক চুয়াডাঙ্গা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে তাকে খোঁজার চেষ্টা করেও পাওয়া যায়নি। তিনি আরও বলেন, এ দিন রাত ৯ টার দিকে গড়চাপড়ার একটি চায়ের দোকান থেকে চা পান করে বাবু সেখান থেকে চলে যাওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। রাজশাহীতে আদিবাসী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, তানোরে চোনাই হেমব্রম (৬৫) নামে এক আদিবাসী বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কচুয়া কামারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকেই লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তানোর থানার ওসি রেজাউল ইসলাম। তিনি বলেন, তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। তাই নিশ্চিত হতেই ময়নাতদন্ত করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় গলিত মরদেহ স্টাফ রির্পোটার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, ভাদুঘর থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ভাদুঘরের কাঞ্চনপুর নৌকা ঘাটের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
×