ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চিকিৎসা অবহেলায় প্রসূতির মৃত্যু ॥ ক্লিনিক ভাংচুর

প্রকাশিত: ০৬:০১, ২০ এপ্রিল ২০১৮

চিকিৎসা অবহেলায় প্রসূতির মৃত্যু ॥ ক্লিনিক ভাংচুর

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর একটি বেসরকারী ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় সুলতানা বেগম (৩০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর জেনারেল হাসপাতালে (ক্লিনিক) এ ঘটনা ঘটে। এ সময় প্রসূতির স্বজনরা ক্লিনিকটিতে ভাংচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত সুলতানা নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকার জোহরুল ইসলামের স্ত্রী। জোহরুল ইসলাম অভিযোগ করেন, গত মঙ্গলবার রাতে তার স্ত্রীকে ক্লিনিকে ভর্তি করা হয়। এর পরের দিন বুধবার দুপুরে সুলতানা ছেলে সন্তানের জন্ম দেন। অপারেশন করেন গাইনি বিশেষজ্ঞ মনোয়ারা বেগম। কিন্তু সিজারের পর থেকেই প্রসূতির শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। কিন্তু এ সময় মনোয়ারা বেগম এবং ক্লিনিক কর্তৃপক্ষ সুলতানার চিকিৎসায় অবহেলা করেন। তবে চিকিৎসক মনোয়ারা খাতুন দাবি করেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই সুলতানাকে বাঁচানো যায়নি। আর ক্লিনিকটির ব্যবস্থাপক আতাউর রহমান চিকিৎসা অবহেলায় মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ বরণ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার বাংলা নববর্ষ ১৪২৫ বঙ্গাব্দ উপলক্ষে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মশিউর রহমান। সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, পহেলা বৈশাখের বর্ষবরণ ধর্ম, বর্ণ নির্বিশেষে সব বাঙালীর একটি সার্বজনীন উৎসব। এ উৎসব বাঙালীসত্তার অবিচ্ছেদ্য অংশ। এ উৎসব পালন আমাদের অন্তরকে পরিছন্ন করে। পরবর্তী বাংলা নববর্ষে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজের ২৮ লাখ শিক্ষার্থীসহ একযোগে নানা আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখ উদ্যাপন করা হবে। বোর্ডবাজারস্থিত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় ও সঙ্গীত কলেজের শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষ বরণ করা হয়।
×