ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিশুসন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন নিহত পুলিশের স্ত্রী

প্রকাশিত: ০৬:০১, ২০ এপ্রিল ২০১৮

শিশুসন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন নিহত পুলিশের স্ত্রী

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৯ এপ্রিল ॥ সাঁথিয়া প্রেসক্লাবে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে নিহত পুলিশ সদস্য আনোয়ার হোসেনের স্ত্রী খালেদা খাতুন অভিযোগ করে বলেন, তার স্বামী হত্যার প্রায় ১ মাস অতিবাহিত হলেও পুলিশ রহস্যজনক কারণে মামলার প্রধান আসামি পুলিশ পরিদর্শক সশস্ত্র (মিরপুর জোন) রেজাউল করিম, পুলিশ সদস্য হৃদয় ও সোহেলসহ অন্যান্য এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার না করে কালক্ষেপণ করছে। হত্যা মামলার আসামি হয়েও তারা নিজ কর্মস্থলে বহালতবিয়তে রয়েছে। তিনি কান্নাজড়িত কণ্ঠে প্রশ্ন রেখে বলেন, একজন পুলিশ কর্মকর্তা হয়ে অন্য পুলিশকে কিভাবে সে হত্যা করতে পারে? অপরদিকে আসামিরা মামলা তুলে নেয়ার জন্য তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি দিছে। তাদের অব্যাহত হুমকিতে দুই শিশু সন্তানসহ তিনি প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। উল্লেখ্য, পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে সাঁথিয়া উপজেলার গ্রামের বাড়িতে ছুটিতে আসা পুলিশ সদস্য আনোয়ারকে ধরে নিয়ে বেড়া উপজেলার কাশিনাথপুরে পিটিয়ে হত্যা করা হয়। সে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিভাগে কর্মরত ছিল। ২৬ মার্চ সকালে স্থানীয় এক মেস থেকে আনোয়ারের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী খালেদা খাতুন বাদী হয়ে রেজাউল করিম, হৃদয় ও সোহেলসহ ছয় জনের নাম উল্লেখ করে ২৭ মার্চ আমিনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
×