ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়া থেকে অপহৃত শিশু মানিকগঞ্জে উদ্ধার

প্রকাশিত: ০৬:০০, ২০ এপ্রিল ২০১৮

কুষ্টিয়া থেকে অপহৃত শিশু মানিকগঞ্জে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ, ১৯ এপ্রিল ॥ কুষ্টিয়া থেকে অপহৃত সুমাইয়া নামের তিন বছরের শিশুকে মানিকগঞ্জ পুলিশ উদ্ধার করেছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ব্রিজের কাছে একটি মাইক্রোবাস থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় তিন যুবককে। পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে জাগির ব্রিজের কাছে কর্তব্যরত পুলিশ ঢাকাগামী একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করে। এ সময় ড্রাইভার ছাড়াও তিন যুবক ও একটি শিশু গাড়িতে ছিল। জিজ্ঞাসাবাদে যুবকরা সদুত্তর দিতে না পারলে তাদে থানায় আনা হয়। পরে আরও জিজ্ঞাসাবাদে যুবকরা অপহরণের কথা স্বীকার করে। কুষ্টিয়া পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে অপহরণের বিষয় নিশ্চিত হওয়া যায়। রকিবুজ্জামান বলেন আটক তিন যুবক হচ্ছে আজাদ, সিরাজ ও রুবেল। তবে এদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য খোঁজ করা হচ্ছে। ১০ ইউপি সদস্যকে চেয়ারম্যানের হুমকি স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল আক্তারের বিরুদ্ধে অনাস্থা আনায় প্রাণনাশের হুমকি দিচ্ছেন ১০ ইউপি সদস্যকে। চেয়ারম্যান বাবুল আক্তারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকা-, বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাত, নারী নিয়ে কার্যালয়ে আড্ডা দেয়া ও গভীর রাত পর্যন্ত মাদক সেবনসহ ১০টি অভিযোগ জানিয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে স্মারকলিপি দেয়ায় তিনি এ হুমকি দিচ্ছেন। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ইউপি সদস্যরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম মোস্তফা, ২ নম্বর ওয়ার্ডের সদস্য অব্বাস বিশ্বাস, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হাফিজুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য কওসার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবু হোসে মোল্লা, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য তবিবুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ গোলাম হোসেন, সংরক্ষিত ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য রোজিনা খাতুন ও ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রেবেকা সুলতানা। সরকারী কর্মকর্তাকে হত্যার হুমকি ॥ যুবলীগ নেতা আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালীতে অফিসে ঢুকে সরকারী কর্মকর্তাকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেয়ার অভিযোগে দায়েরকরা মামলায় কেন্দ্রীয় যুবলীগের সদস্য ঠিকাদার গিয়াস উদ্দীন আযমকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে প্রকৌশল অফিসের পাশ থেকেই তাকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রকৌশল অফিসে ঢুকে প্রকাশ্যে পিস্তল বের করে উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেনকে মাথায় অস্ত্র টেকিয়ে হত্যার হুমকি দেন ওই যুবলীগ নেতা।
×