ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্মাণ শেষ না হতেই ভেঙ্গে পড়ল গাইড ওয়াল

প্রকাশিত: ০৫:৫৯, ২০ এপ্রিল ২০১৮

নির্মাণ শেষ না হতেই ভেঙ্গে পড়ল গাইড ওয়াল

সংবাদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল, ১৯ এপ্রিল ॥ ভূঞাপুরের গোবিন্দাসী বাজার থেকে গোবিন্দাসী স্কুল রোড পর্যন্ত প্রায় দশ লাখ টাকা ব্যয়ে নির্মিত রাস্তার কাজ শেষ না হতেই ভেঙ্গে পড়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের কাজ ও দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর দুর্নীতির কারণে এমন হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। সরেজমিনে জানা যায়, বঙ্গবন্ধু সেতু পূর্ব ভূঞাপুর সড়ক হতে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় ও বাজারে যাতায়াতের একমাত্র রাস্তা এটি। এ রাস্তায় বিপুলসংখ্যক জনগোষ্ঠী প্রতিনিয়তই যাতায়াত করে। জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি সংস্কারের জন্য ২০১৭-১৮ অর্থবছরে একটি সংস্কার প্রাক্কলন তৈরি করে স্থানীয় সরকারের উপজেলা প্রকৌশল বিভাগ। প্রকল্পটি ব্যয় ধরা হয় ৯ লাখ ৯১ হাজার ৫শ’ ৮৪ টাকা। কোটেশনের মাধ্যমে কাজ দেয়া হয় শহিদুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। গত ২৯ মার্চ দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী অনিক সহার স্বাক্ষরিত একটি অনুমতি পত্রে ১৫ মিটার গাইড ওয়াল সংস্কার, ৮৯ মিটার মাটি দিয়ে গর্ত ভরাট, ১৩১ মিটার দৈর্ঘ্য ৩ মিটার প্রস্থ ও ৬ ইঞ্চি পুরুত্ব সিসি ঢালাই এবং ২ ফুট গভীরতায় এজিং করার কথা। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর যোগসাজশে নিম্নমানের কাজ করায় উপড়ে পড়েছে পুরো গাইড ওয়াল। ৬ ইঞ্চি পুরুত্ব সিসি ঢালাই দেয়ার কথা থাকলেও ২ ইঞ্চি পুরু করে ঢালাই দেয়ায় তা ভেঙ্গে পড়েছে। এদিকে স্থানীয়রা জানান, ঠিকাদারের নাম ব্যবহার করলেও মূলত কাজ করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফিজুর রহমান বাবলু।এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বাবলু নিজে ঠিকাদার অস্বীকার করে বলেন, ঠিকাদারি কাজে একটু উনিশ-বিশ হয়। তার মতে প্রকৌশল বিভাগের প্রাক্কলন ত্রুটি ও তদারকির অভাবের জন্যই এমন ঘটনা ঘটেছে। উপজেলা প্রকৌশলী অনিক সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
×