ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ধোলাইখাল থেকে অপহৃত ট্রাক চালক উদ্ধার ॥ গ্রেফতার ৪

প্রকাশিত: ০৫:৫৬, ২০ এপ্রিল ২০১৮

ধোলাইখাল থেকে অপহৃত ট্রাক চালক উদ্ধার ॥ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কামরাঙ্গীরচরে মাথায় কাঠ পড়ে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। পুরান ঢাকার ধোলাইখালে অপহৃত ট্রাকচালক আতর আলীকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় চার অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। জুরাইনে দুর্বৃত্তদের এসিড নিক্ষেপে এক গৃহবধূর শরীর ঝলসে গেছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর কামরাঙ্গীরচরে মাথায় কাঠ পড়ে মোঃ শাহজাহান (৫৫) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। নিহতের ছোট ভাই বদিউজ্জামান জানান, শেরপুর থেকে ট্রাকে কাঠবোঝাই করে বৃহস্পতিবার ভোরে কামরাঙ্গীরচরে হাফেজ্জি হুজুরের মাদ্রাসার কাছে আসেন শাহজাহান। সেখানে একটি ফ্লাইবোর্ড কোম্পানিতে ট্রাক থেকে কাঠ নামাচ্ছিলেন শ্রমিকরা। এ সময়ে একটি কাঠ ট্রাকচালকের মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চার অপহরণকারী গ্রেফতার ॥ ধোলাইখালে অপহৃত ট্রাকচালক আতর আলীকে (৩২) উদ্ধার করেছে র‌্যাব। বুধবার রাতে অভিযান চালিয়ে কদমতলীর জিয়া সরণি এলাকার একটি চারতলা বাসার ১৮ নম্বর কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অপহরণকারীরা হচ্ছে, রতন, শামীম ও জান্নাত। অপর অপহরণকারীর নাম জানা যায়নি। র‌্যাব-৪ কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ জানান, সোমবার আতর আলী হবিগঞ্জ থেকে ট্রাকে করে মালামাল নিয়ে ঢাকায় আসেন। পরে তার ট্রাক মিরপুরে রেখে ধোলাইখালে গাড়ির পার্টস কিনতে যান। সেখান থেকে তাকে তিন-চারজন লোক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা দু’দিন তাকে নিয়ে রাজধানী ও এর আশপাশ এলাকায় ঘুরাঘুরি করে। এরপর তারা কদমতলী এলাকায় ওই বাড়ি ট্রাকচালক আতর আলীকে আটকে রাখে। পরে ট্রাক চালকের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিনি জানান, ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ পেয়ে আমরা প্রযুক্তি ব্যবহার করে স্থান শনাক্ত করে তাকে উদ্ধার করি। পরে কদমতলী থানা এলাকার একটি বাড়ি থেকে অপহৃত আতর আলীকে উদ্ধার করা হয়। এ সময় চার অপহরণকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানা মামলা করা হয়েছে। ৃদুর্বৃত্তদের এসিডে গৃহবধূ দগ্ধ ॥ জুরাইন এলাকায় দুর্বৃত্তদের এসিড নিক্ষেপে জোহরা বেগম (২৬) নামে এক গৃহবধূর ঝলসে গেছে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, জোহরা শরীর ১০ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ গৃহবধূর স্বামী রিপন জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে স্ত্রী বাথরুমে যায়। এ সময় কে বা কারা বাথরুমের ভেন্টিলেটর থেকে জোহরাকে লক্ষ্য করে এসিড ছুঁড়ে মারে। এতে তার কোমরসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে মধ্যরাতে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
×