ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিসেম্বরের মধ্যে নতুন প্রিজন এ্যাক্ট ॥ কারা মহাপরিদর্শক

প্রকাশিত: ০৫:৪৭, ২০ এপ্রিল ২০১৮

ডিসেম্বরের মধ্যে নতুন প্রিজন এ্যাক্ট ॥ কারা মহাপরিদর্শক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেছেন, কারাগারের সকল বন্দীদের একটি করে বালিশ দেয়া হবে। বর্তমানে সাধারণ বন্দীদের তিনটি করে কম্বল দেয়া হলেও কোন বালিশ দেয়া হয় না। সেখান থেকে একটি করে কম্বল কমিয়ে তার পরিবর্তে প্রতি বন্দীকে একটা করে বালিশ দেয়া হবে। বন্দীদের জন্য বালিশ ক্রয় করতে বর্তমানে টেন্ডারের কাজ চলছে। আশা করছি, আগামী অর্থবছরেই আমরা এটা দিতে পারব। তিনি বলেন, বর্তমানে শুধু ভিআইপি ও অসুস্থ বন্দীদের বেলায় দু’টি কম্বলের সঙ্গে একটি বালিশ দেয়া হলেও সাধারণ বন্দীদের কোন বালিশ দেয়া হয় না। তাদের শুধু তিনটি করে কম্বল দেয়া হয়। কিন্তু আগামী অর্থবছর থেকে সাধারণ বন্দীদের একটি কম্বল কমিয়ে দুইটি কম্বল ও একটি করে বালিশ দেয়া হবে। বৃহস্পতিবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে ৫১তম ব্যাচের কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে যোগ দিতে এসে সাংবাদিকদের ওইসব কথা বলেন সৈয়দ ইফতেখার উদ্দীন। এর আগে কারা চত্বরে মহাপরিদর্শক ৫১তম ব্যাচের কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং নতুন তিন কারারক্ষীকে পুরস্কৃত করেন। তাদের মধ্যে সর্ব বিষয়ে প্রথম স্থান অধিকার করেন যশোর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মোঃ আল আমিন মল্লিক, দ্বিতীয় হন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মোঃ সাব্বির হোসেন এবং বেস্ট ফায়ারারের পুরস্কার পান নেত্রকোনা জেলা কারাগারের মোঃ কিবরিয়া হাসান রবিন। ৫১তম ব্যাচে ৩১৮জন কারারক্ষী ২৬ সপ্তাহব্যাপী কোর্সে অংশ নেন। এ প্রশিক্ষণ শুরু হয় ২০১৭ সালের ২৪ অক্টোবর।
×