ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উবাচ

প্রকাশিত: ০৫:৪৫, ২০ এপ্রিল ২০১৮

উবাচ

সিল না মারলে আমরাই... স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বর্তমান সরকারের জনপ্রিয়তা শূন্য। সিল মারার নির্বাচন না হলে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আগামীতে জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় যাবে। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা জাপার দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। এরশাদ বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে কেউ জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় যাওয়া আটকাতে পারবে না। আর যদি শুধু সিল মারার নির্বাচন হয় তাহলে আমরা ক্ষমতায় যেতে পারব না। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, জাতীয় পার্টিকে অবহেলা করবেন না। জাপাকে সম্মান দিন। কারণ জাতীয় পার্টি ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচন আমাদের বাঁচা-মরার নির্বাচন। ভুল করলে চলবে না। যে প্রার্থী দেব তাকে জয়লাভ করাতে হবে। অবশ্য এর কয়েকদিন আগেই এরশাদ সরকারের সঙ্গে জোটে যেতে ৭০ আসন এবং ১২ মন্ত্রণালয় চেয়েছেন। লাশের অপেক্ষা! স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়া জীবিত এবং সুস্থ রয়েছেন। তার পছন্দের চিকিৎসকরাও দেখে বলেছেন তিনি ভাল আছেন। বিদেশে যাওয়া তো দূরের কথা দেশের হাসপাতালেও তাকে ভর্তির প্রয়োজন নেই। যদিও বিএনপি ঘরানার এক পরামর্শক বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকারের সব কিছুই ভাল, তবে একজন মনের রোগের ডাক্তার দেখালে ভাল হতো। দিব্যি সুস্থ একজন মানুষ। যার মনে ছাড়া শরীরে অসুস্থতা নেই বললেই চলে এমন নেত্রীর লাশের জন্য কেন অপেক্ষা করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়। তিনি সম্প্রতি বলেন, শেখ হাসিনা কোন অবস্থাতে খালেদা জিয়াকে জীবিত অবস্থায় মুক্তি দেবে না। এই রূঢ় বাস্তব কথাগুলো আমি বলতে বাধ্য হচ্ছি। সেইভাবে আপনারা প্রস্তুত হোন। সে ক্ষেত্রে জেলগেটে খালেদা জিয়ার লাশ ফেরত নিতে তাদের অপেক্ষা করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। একই অনুষ্ঠানে গয়েশ^র বলেন, ২০০৭ সালে জরুরী অবস্থায় মান্নান ভূঁইয়া খালেদা জিয়াকে দল থেকে বের করে দিয়েছিলেন। এখন কেউ এমন চিন্তা করলে তাকে মাইর দেয়া হবে। কিন্তু গয়েশ^র তো খালেদা জিয়াকে পৃথিবী থেকে বের করে দেয়ার শঙ্কায় আছেন। তাহলে তার ভাগ্যে কি জুটবে! ধরতে নেই স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের প্রায় ৯০ বছর বয়স হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, এত বয়স্ক একজন মানুষ কখন কী বলে সেই কথা ধরতে নেই। হানিফ বলেন, কয়েকদিন আগেও এই এরশাদ আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে ৭০ আসনে ভোট করতে চেয়েছিলেন। আবার উনিই বলছেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্য। যদি তাই হয় তবে উনি আবার জোট করতে চাইলেন কেন? আসলে এরশাদ সাহেবের অনেক বয়স হয়েছে তাই কখন কি বলে বসেন সেটা আমলে নেয়ার কোন যৌক্তিকতা নেই।
×