ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেপরোয়া ড্রাইভিং ॥ চার বাসের হেলপার ও চালকের কারাদণ্ড

প্রকাশিত: ০৫:৪০, ২০ এপ্রিল ২০১৮

বেপরোয়া ড্রাইভিং ॥ চার বাসের হেলপার ও চালকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে চার বাসের হেলপার ও চালককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্তরা হচ্ছে গাবতলী-সদরঘাট রুটে চলাচলকারী ৮ নম্বর বাসের হেলপার সজিব, নিউভিশন বাসের চালক মামুন, আয়াত বাসের চালক রুহুল আমিন। তাদের প্রত্যেককে এক মাস করে এবং লাব্বাইক বাসের হেলপার স্বপনকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। বৃহস্পতিবার দুপুর একটা থেকে কাওরানবাজার আন্ডারপাস ও মোড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান। ম্যাজিস্ট্রেট জানান, রাজধানীতে প্রায় সময় চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালায়। তাদের মধ্যে ওভার টেকিংয়ের প্রবণতা প্রবল। এতে অনেকের অঙ্গহানি হচ্ছে। প্রাণও হারাচ্ছে অনেকেই। তিনি জানান, ট্রাফিক আইন লঙ্ঘন করে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান জানান, দুই ঘণ্টাব্যাপী অভিযানকালে চার বাসকে বেপরোয়া গতিতে চলতে দেখা যায়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তারা দোষ স্বীকারের ভিত্তিতে দুই চালক ও এক হেলপারকে এক মাস ও অপর এক হেলপারকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। ডিএমপির সূত্র জানায়, ট্রাফিক আইন লঙ্ঘন বন্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ অভিযান চালাবে।
×