ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্বচালিত গাড়ি তৈরি করছে আলিবাবা

প্রকাশিত: ০৪:২৭, ২০ এপ্রিল ২০১৮

স্বচালিত গাড়ি তৈরি করছে আলিবাবা

এবার স্বচালিত গাড়ির কাতারে নাম লেখাচ্ছে চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা। চীনের পত্রিকা দ্য ডেইলি রিপোর্টের বরাতে আলিবাবা গ্রুপ বুধবার নিশ্চিত করেছে যে, তারা স্বচালিত গাড়ি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে। পত্রিকাটি জানাচ্ছে, আলিবাবার প্রধান বিজ্ঞানী এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ল্যাবের প্রধান ওয়াং গ্যাং এই গবেষণা দলটির নেতৃত্ব দিচ্ছেন। জিনহুয়া নিউজের ভাষ্যমতে, কোম্পানিটির গবেষণার শূল লক্ষ্য লেবেল ৪ এ পৌঁছানো। অর্থাৎ এটি বুঝায় যে, স্বচালিত গাড়ি পুরোটায় হবে মনুষ্যবিহীন এবং অত্যন্ত কঠিন পরিস্থিতিতে মানুষের সহায়তা ছাড়াই সিদ্ধান্ত নিতে পারবে। চীনা কর্তৃপক্ষ গত ১২ এপ্রিল একটি রেগুলেশন করে স্থানীয় রাস্তায় এটির পরীক্ষা চালানোর অনুমতি দিয়েছে। এর মাধ্যমে বিভিন্ন ধরনের স্বচালিত গাড়ি তৈরিতে অবদান রাখতে পারবে বলেও বলা হচ্ছে। আলিবাবা তাদের গাড়ি তৈরি এবং পরীক্ষার জন্য ইতোমধ্যে লোক খোঁজা শুরু করেছে। তারা অন্তত এ বিষয়ে দক্ষ ৫০ কর্মী খুঁজে নেবে বলেও বলছে ডেইলি রিপোর্ট। -অর্থনৈতিক রিপোর্টার
×