ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রেণীবিন্যাস করে ৫ শতাংশ ভ্যাট প্রবর্তনের দাবি

প্রকাশিত: ০৪:২৭, ২০ এপ্রিল ২০১৮

শ্রেণীবিন্যাস করে ৫ শতাংশ ভ্যাট প্রবর্তনের দাবি

শ্রেণীবিন্যাস করে ৫ শতাংশ ভ্যাট প্রবর্তনের দাবি জানিয়েছে চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতি। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতি নেতৃবৃন্দ অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে এ দাবি জানান। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি হাবিবুর রহমান জানান, সরকার সেমিপাকা, টিনশেড বোর্ডিং থেকে শুরু করে ফাইভ স্টার হোটেলের আয়ের ওপর ১৫ শতাংশ ভ্যাট নির্ধারণ করেছে। ফলে ননস্টার বা ওয়ানস্টার শ্রেণীর আবাসিক হোটেল পরিচালনাকারীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ননস্টার ও ওয়ানস্টার হোটেল- বোর্ডিং মালিকদের ওপর নতুন মুছিবত হচ্ছে মূসক বা মূল্য সংযোজন কর প্রয়োগ। বিষয়টি চরম বৈষম্যমূলক। মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান আরও জানান, হোটেল ব্যবসায়ীদের আয়ের বিরাট অংশ ভবনমালিককে দিতে হয়। এ ছাড়া নিয়মিত বিক্রয়ের ওপর ১৫ শতাংশ ভ্যাট মাসিক হারে দিতে হয়। এখন আরোপিত হয়েছে মূসক। -স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস
×