ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইনানী সৈকতে অভিনব কৌশলে চিংড়ি পোনা আহরণ

প্রকাশিত: ০৪:২৪, ২০ এপ্রিল ২০১৮

ইনানী সৈকতে অভিনব কৌশলে চিংড়ি পোনা আহরণ

মাকসুদ আহমদ, কক্সবাজার থেকে ফিরে ॥ সুতার মতো চিংড়ি পোনা। কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে খুঁজে বেড়াচ্ছেন এক শ্রেণীর জেলে। সূর্যের প্রখরতা বাড়ার আগেই মশারির জালে ধরতে হয় এসব বাগদা চিংড়ির পোনা। তাই সূর্যোদয়ের আগেই ভোর সকালে চিংড়ি পোনা আহরণের নামে এসব জেলে। অভিনব কৌশলে এসব পোনা আহরণ করে কয়েক ঘণ্টার মধ্যেই আবার স্থানীয় হ্যাচারিতে বিক্রি করা হয়। পোনা নির্ভর হ্যাচারিগুলোতে একশ’ পোনা ক্রয় করা হয় মাত্র ৩০ থেকে ৩৫ টাকায়। তবে কক্সবাজারের ইনানী, কলাতলী কিংবা লাবণী পয়েন্টে এ ধরনের সুযোগ নেই। প্রত্যক্ষভাবে দেখা গেছে, ঠিকমতো সূর্যোদয় হয়নি। তখন থেকেই পর্যটকদের আনাগোনা শুরু হয় ইনানী সমুদ্র সৈকতে। বিশেষ করে যারা নিজেদের গাড়িতে সৈকতের রানী কক্সবাজারে বেড়াতে যান তারাই খুব ভোরে পৌঁছাতে পারেন ইনানীতে। সৈকতে যখন জোয়ার চলে ঠিক তখনই চিংড়ি পোনা ধরতে জেলেরা মেতে ওঠে। জোয়ারের পানিতে ভেসে আসা চিংড়ির পোনা ধরতে জলেরা ব্যবহার করছে মশারির কাপড়ের তৈরি এক ধরনের জাল।
×