ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কবির সৃষ্টিকে ছড়িয়ে দিতে নীলফামারীতে জাতীয় নজরুল সম্মেলন শুরু

প্রকাশিত: ০৪:২৩, ২০ এপ্রিল ২০১৮

কবির সৃষ্টিকে ছড়িয়ে দিতে নীলফামারীতে জাতীয় নজরুল সম্মেলন শুরু

তাহমিন হক ববী নীলফামারী থেকে ॥ একুশ শতকে নজরুল- এ স্লোগান সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিন্তা-চেতনা, আদর্শ, দর্শন এবং তার সমস্ত সৃষ্টিকে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে নীলফামারীতে তিন দিনব্যাপী শুরু হলো জাতীয় নজরুল সম্মেলন-২০১৮। বৃহস্পতিবার সকাল ১০টায় বেলুন-কবুতর উড়িয়ে এবং আলোচনা ও নজরুলময় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। এ আয়োজনে নীলফামারী শিল্পকলা একাডেমি চত্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কবি পৌত্রী ও কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য খিলখিল কাজী। এ সময় তিনি তার দাদুর লিখা “ভুলি কেমনে আজো যে মনে বেদনা-সনে- রহিল আঁকা” গানটি গেয়ে শোনান। এর আগে একটি নজরুল র‌্যালি জেলা প্রশাসনের কার্যালয় হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে এসে নজরুল সম্মেলনে মিলিত হয়। উদ্ধোধনী বক্তব্যে খিলখিল কাজী স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, দাদুই আমার প্রাণ, আমার সব। তাঁর সৃষ্টিকর্মকে শুধু সংরক্ষণ নয়, সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিতে চাই। সব ভাষাভাষী মানুষের সঙ্গে তাঁকে পরিচয় করাতে চাই। তিনি “বল বীর - বল চির উন্নত মম শির, শির নেহারি আমারি নতশির ঐ শিখর হিমাদ্রির” কবিতার লাইন উচ্চারণ করে বলেন এই যে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা যিনি বলে গেছেন তিনি আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। অনেক যতœ ও মমতার সঙ্গে বঙ্গবন্ধু তাঁকে ১৯৭২ সালে বাংলাদেশে নিয়ে এসেছিলেন। তখন থেকে দাদুসহ আমরা থেকে গেলাম এবং বাংলাদেশের জনগণ থেকে তিনি যে ভালবাসা ও শ্রদ্ধা পেলেন তা ভাষায় প্রকাশ করার নয়। কবি নজরুল যে চেতনায় বিদ্রোহী কবিতা রচনা করেছিলেন, তার পরিপূর্ণ রূপ দিয়েছেন বঙ্গবন্ধু। নজরুলের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। খিলখিল কাজী আরও বলেন, বঙ্গবন্ধু ধানমন্ডিতে যে বাড়িটি দিয়েছিলেন যেটি এখন নজরুল ইনস্টিটিউট। কাজী নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি বলছি কিন্তু তাকে সেইভাবে ধারণ করার ক্ষমতা এবং তার আদর্শ হৃদয়ে নিতে পারিনি। সারা জীবন তিনি মানুষের মুক্তির জয়গান গেয়ে গেছেন। যেখানে পাপ, সহিংসতা, অবিচার, অন্যায়, অসৎ সবকিছুর বিরুদ্ধে তার লেখনী কাজ করেছে। আমরা তার সেই আদর্শগুলি এই সম্মেলনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে পারি। উদ্বোধনী অনুষ্ঠানে নজরুল একাডেমির উপ-পরিচালক কবি রেজা উদ্দিন স্টালিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নজরুল একাডেমির নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক ভূঞা। নীলফামারীতে এই আয়োজনের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন নজরুল একাডেমির সচিব ও প্রকল্প পরিচালক আব্দুর রহিম।
×