ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যবসা সম্প্রসারণে পুঁজিবাজারে আসবে আমানটেক্স

প্রকাশিত: ০৪:১০, ২০ এপ্রিল ২০১৮

ব্যবসা সম্প্রসারণে পুঁজিবাজারে আসবে আমানটেক্স

ব্যবসা সম্প্রসারণের জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করতে চায় আমান গ্রুপের কোম্পানি আমান টেক্স লিমিটেড। আর এজন্য প্রতিষ্ঠানটি ইস্যু ম্যানেজারের সঙ্গে চুক্তিও সম্পাদন করেছে। বৃহস্পতিবার আমান গ্রুপের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়। কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ম্যানেজার হিসেবে যৌথভাবে দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড। চুক্তি সই অনুষ্ঠানে আমান গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রহমান ও লংকাবাংলা ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহসান পাটোয়ারী, আমান টেক্সের পরিচালক শফিকুল ইসলাম, তৌফিকুল ইসলাম, তরিকুল ইসলামসহ ৩ প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ, এই গ্রুপের ১টি প্রতিষ্ঠান আমান ফিড ইতোমধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×