ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে উর্ধমুখী প্রবণতায় সপ্তাহ শেষ

প্রকাশিত: ০৪:০৯, ২০ এপ্রিল ২০১৮

পুঁজিবাজারে উর্ধমুখী প্রবণতায় সপ্তাহ শেষ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচক বেড়ে লেনদেন শেষ হয়েছে। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস উর্ধমুখী থাকল শেয়ারবাজার। এদিন মূল্য সূচকের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। বাজারে লেনদেন হওয়া ১১০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৮১টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ৪৫টির। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৮৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুটি মূল্যসূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে দুই হাজার ২০৪ পয়েন্টে অবস্থা করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৬৫ পয়েন্টে। বাজারে লেনদেন হয়েছে ৫৭৭ কোটি ৪৬ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫৬১ কোটি ৪৮ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৫ কোটি ৯৮ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৬৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪৫ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। লেনদেনে এরপর রয়েছে- ইউনাইটেড পাওয়ার জেনারেশন, স্কয়ার ফার্মাসিটিক্যাল, সিটি ব্যাংক, ইবনে সিনা, ওসমানিয়া গ্লাস, কেয়া কসমেটিক এবং সেলভো কেমিক্যাল। অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪২ কোটি ৬২ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৬২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১৯ কোটি ৬২ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২৩ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৮৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪২ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৭ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭৭ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৬৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ১২০টির এবং কোন পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো, আল আরাফাহ ব্যাংক, ওসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং লিমিটেড, এ্যাডভান্ট ফার্মা লিমিটেড এবং স্কয়ার ফার্মা।
×