ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘হয়তো কেউ একজন’ নাটকে মম-নজরুল

প্রকাশিত: ০৭:১২, ১৯ এপ্রিল ২০১৮

‘হয়তো কেউ একজন’ নাটকে মম-নজরুল

স্টাফ রিপোর্টার ॥ সেজান নূর রচিত এবং এম রহমান মিজান পরিচালিত ‘হয়তো কেউ একজন’ নাটকে জাকিয়া বারী মমর সঙ্গে অভিনয় করলেন প্রতিশ্রুতিশীল অভিনেতা নজরুল রাজ। মম এবং নজরুল রাজ ছাড়া নাটকে আরও অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, এস এন জনি, প্রিয়াংকা, জাহের আলভি প্রমুখ। রাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ নাটকের শূটিং সম্প্রতি উত্তরায় শেষ হয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে নাটকটি খুব শীঘ্রই এটিএন বাংলায় প্রচার হবে। ‘হয়তো কেউ একজন’ নাটকের গল্পে দৃশ্য দেখা যাবে নজরুল রাজ একজন শিল্পপতি। মানুষের দুঃখ কষ্টে এগিয়ে যান তিনি। দানশীল মানুষ হিসেবে তার পরিচিত রয়েছে। কিন্তু তার শত্রুপক্ষ এ বিষয়গুলো কখনই ভাল চোখে দেখেন না। শত্রুপক্ষ তাকে মারার জন্য সব সময় সুযোগ খোঁজেন। একদিন নজরুল রাজ তার অফিস থেকে বের হতেই তাকে আক্রমণ করে শত্রুপক্ষ। এ সময় কৌশলে নজরুলকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে জাকিয়া বারী মম। এমন একটি অঘটনের মধ্য দিয়ে তাদের পরিচয়। এরপর থেকে মাঝে মাঝে তাদের মধ্যে যোগাযোগ হয়। তার পর ঘটনার মোড় নেয় অন্যদিকে। এগিয়ে যায় নাটকের কাহিনী। নাটকটি প্রসঙ্গে পরিচালক এম রহমান মিজান বলেন, ‘হয়তো কেউ একজন’ নাটকটির গল্প বেশ ভাল। সমাজের বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনাই এই নাটকে দেখা যাবে। গল্পের পাশাপাশি এর দৃশ্যায়নও সুন্দর হয়েছে। আশা করছি, দর্শকদের ভাল লাগবে।
×