ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আসছে বিশেষ টেলিফিল্ম ‘সিগন্যাল’

প্রকাশিত: ০৭:১২, ১৯ এপ্রিল ২০১৮

আসছে বিশেষ টেলিফিল্ম ‘সিগন্যাল’

স্টাফ রিপোর্টার ॥ উত্তরায় ‘সিগন্যাল’ টেলিফিল্মের শূটিং সম্প্রতি শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। টেলিফিল্মটি রচনা করেছেন তরুণ নাট্যকার ও নির্দেশক বিদ্যুৎ কুমার রায়। পরিচালনা করছেন রাফাত মজুমদার রিংকু। টেলিফিল্মের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং তানজিন তিশা। আরও আছেন উর্মি, কবিতা, ফরহাদ বাবুসহ আরও অনেকে। টেলিফিল্মের চিত্রগ্রাহক নাঈম ফুয়াদ, প্রধান সহকারী পরিচালক এইচ রহমান হাবিব, রূপসজ্জা এ এইচ শফিক, আলোক প্রক্ষেপন সুমন, নির্বাহী প্রযোজক মোজাফফর দীপু। ‘সিগন্যাল’ টেলিফিল্মটি চ্যানেল আইতে প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে। ‘সিগন্যাল’ সম্পর্কে জানতে চাইলে নাট্যকার বিদ্যুৎ রায় বলেন, একজন সৎ ট্রাফিক পুলিশের পেশা জীবন ও পারিবারিক টানাপোড়েনের গল্প ‘সিগন্যাল। ‘সিগন্যাল’ টেলিফিল্মের কাহিনীতে দেখা যাবে একজন ট্রাফিক পুলিশ সৎভাবে তার দায়িত্ব পালন করলেও তাকে অনেকেই অসৎ বলে ধিক্কার দেয়। এদিকে পারিবারিক অসচ্ছলতা ও অনাগত সন্তানের কথা চিন্তা করে স্ত্রী তাকে বাড়তি টাকা রোজগারের জন্য চাপ দেয়। কিন্তু পরবর্তীতে কি ঘটবে সেটি জানার জন্য টেলিফিল্মটি প্রচার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ট্রাফিক পুলিশ সোহেলের জন্য দর্শকরা নিজের ভেতর এক ধরনের স্পর্শ অনুভব করবেন, বলা যায় তাদের প্রাণ কেঁদে উঠবে। টেলিফিল্মটি নিয়ে আমি খুবই আশাবাদী। টেলিফিল্মের ট্রাফিক পুলিশ সোহেলের চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং তার স্ত্রীর চরিত্রে তানজিন তিশা। বিদ্যুৎ রায় আরও বলেন, দীর্ঘ ৬০ মিনিট দর্শককে ধরে রাখার জন্য সব ধরনের এলিমেন্ট বা উপকরণ ‘সিগন্যাল’ এ আছে। আশা করছি টেলিফিল্মটি দর্শকদের ভাল লাগবে।
×