ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জার্মান কাপের ফাইনালে বেয়ার্ন মিউনিখ

প্রকাশিত: ০৭:১০, ১৯ এপ্রিল ২০১৮

জার্মান কাপের ফাইনালে বেয়ার্ন মিউনিখ

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মান কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বেয়ার্ন মিউনিখ। মঙ্গলবার টুর্নামেন্টের সেমিফাইনালে তারা ৬-২ গোলে বিধ্বস্ত করে বেয়ার লেভারকুসেনকে। এই ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন থমাস মুলার। এছাড়াও জোড়া গোল করেছেন বেয়ার্নের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি। বাকি গোলটি এসেছে থিয়াগো আলকানতারার পা থেকে। লেভারকুসেনের হয়ে একটি করে গোল করেছেন লার্স বেন্ডার এবং লিওন বেইলি। এই জয়ের ফলে ট্রেবল জয়ের স্বপ্নও বাঁচিয়ে রাখল ইতোমধ্যেই জার্মান বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করা বেয়ার্ন মিউনিখ। এদিকে আগামী মৌসুমে বেয়ার্ন মিউনিখের অনুর্ধ-১৭ দলের কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সাবেক জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। বেভারিয়ান জায়ান্টদের পক্ষ থেকে এই ইঙ্গিত পাওয়া গেছে। ৩৯ বছর বয়সী ক্লোসা ২০১৪ সালে জার্মানিকে বিশ্বকাপ শিরোপা উপহার দেবার পরপরই আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসরের ঘোষণা দেন। ক্যারিয়ারে চারটি বিশ্বকাপ খেলে তিনি সর্বোচ্চ ১৬ গোল করেছেন। ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডোর তুলনায় যা এক গোল বেশি। বর্তমানে জার্মান জাতীয় দলের কোচ জোয়াকিম লো’র স্টাফ হিসেবে কাজ করেছেন ক্লোসা। আগামী মৌসুমে নিজের সাবেক ক্লাব বেয়ার্নের জুনিয়র একাডেমি দলের কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন। এ সম্পর্কে বেয়ার্ন স্পোর্টস পরিচালক হাসান সালিহামিজিক বলেন, ‘আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আশা করা যাচ্ছে আগামী মৌসুমে আমরা তাকে পাব।’ জার্মানির জনপ্রিয় ক্রীড়া ম্যাগাজিন স্পোর্টস বিল্ড ক্লোসাকে বেয়ার্নের অনুর্ধ-১৭ দলের কোচ হিসেবে নিয়োগ সংক্রান্ত তথ্যও প্রকাশ করেছে। বেয়ার্নের হয়ে ক্লোসা ২০০৭-২০১১ সাল পর্যন্ত খেলেছেন। ২০০১-১৪ সাল পর্যন্ত জার্মান জাতীয় দলের জার্সি গায়ে ১৩৭টি আন্তর্জাতিক ম্যাচে সর্বকালের সর্বোচ্চ ৭১টি গোল করেছেন তিনি। তৃতীয় বিভাগ ফুটবল লীগের ফল স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাইফ পাওয়ার ব্যাটারি তৃতীয় বিভাগ ফুটবল লীগের খেলায় বড় জয় কুড়িয়ে নিয়েছে দি মুসলিম ইনস্টিটিউট। ৪-০ গোলে তারা হারায় আরাফ স্পোর্টিং ক্লাব, গুলবাগকে। অপর ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটড যুব দল ড্র করে যাত্রাবাড়ী ঝটিকা সংসদের সঙ্গে।
×