ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইপিএল- সবার ওপরে বিরাট কোহলি

প্রকাশিত: ০৭:০৯, ১৯ এপ্রিল ২০১৮

আইপিএল- সবার ওপরে বিরাট কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ বিরাট কোহলি। সময়ের সেরা ব্যাটসম্যান। সতীর্থ সুরেশ রায়নাকে টপকে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ইতিহাসের ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক বনে গেলেন ব্যাটিংয়ের এই সুপার হিরো। পরশু মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে যাওয়া ম্যাচে অপরাজিত ৯২ রানের দুরন্ত ইনিংসের পথে এই কীর্তি গড়েন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অধিনায়ক। রায়নাকে ছাড়িয়ে যেতে প্রয়োজন ছিল মাত্র ৩১ রান। আইপিএল ক্যারিয়ারে ১৫৩ ইনিংসে কোহলির মোট রান এখন ৪৬১৯। ১৬৩ ইনিংসে চেন্নাইয়ের হয়ে ৪৫৫৮ রান করেছিলেন রায়না। কোহলির জন্মই হয়েছে বোধহয় রেকর্ড ভাঙ্গার জন্য। আন্তর্জাতিক ক্রিকেটে যেমন, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লীগেও তেমন। এবারের আইপিএল শুরুর আগে রায়নার সংগ্রহ ছিল ১৬১ ম্যাচে ৪৫৪০ রান। কাফ-ইনজুরিতে আক্রান্ত হওয়ার আগে চেন্নাইয়ের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন। একটিতে করেছিলেন ১৪, অপরটিতে ৪। তাতে ১৬৩ ম্যাচে তার সংগ্রহ দাঁড়ায় ৪৫৫৮ রান। অন্যদিকে এবারের আসরের আগে ১৪৯ ম্যাচে কোহলির সংগ্রহ ছিল ৪৩৫৭ রান। দলের প্রথম চার ম্যাচে ২০১ রান করেছেন। বর্তমানে ১৫৩ ম্যাচে এখন তার মোট সংগ্রহ ৪৬১৯ রান। কোহলিই বরং ৬১ রানে এগিয়ে আছেন রায়নার তুলনায়। ইনজুরি কাটিয়ে রায়না ফিরছেন সুতারং তারও সুযোগ আছে নিজের রেকর্ড ফিরে পাওয়ার। আইপিএলে ছাড়িয়ে গেলেও টি২০ ক্যারিয়ারে মোট রানের হিসেবে এগিয়ে আছেন রায়না। ২৭৮ ম্যাচে তার সংগ্রহ ৭৩৯৬ রান। ২৩২ ম্যাচে কোহলি করেছেন ৭২৯৬ রান। এই তালিকায় তারা আছেন যথাক্রমে ৮ ও ৯ নম্বরে। এক নম্বরে স্বঘোষিত ‘ইউনিভার্স বস’ ক্যারিবীয় ব্যাটিংদানব ক্রিস গেইল। ৩২৪ ম্যাচে তার রান ১১,১৩১। আইপিএল পয়েন্ট টেবিল দল ম্যাচ জয় হার পরিত্যক্ত পয়েন্ট রানরেট হায়দরাবাদ ৩ ৩ ০ ০ ৬ ০.৭৭২ কলকাতা ৪ ২ ২ ০ ৪ ০.৮৬৩ পাঞ্জাব ৩ ২ ১ ০ ৪ ০.১১৬ চেন্নাই ৩ ২ ১ ০ ৪ ০.১০৩ রাজস্থান ৩ ২ ১ ০ ৪ -০.২৪৭ মুম্বাই ৪ ১ ৩ ০ ২ ০.৪৪৫ ব্যাঙ্গালুরু ৪ ১ ৩ ০ ২ -০.৮৬১ দিল্লী ৪ ১ ৩ ০ ২ -১.৩৯৯ * বুধবার রাজস্থান-কলকাতা ম্যাচের আগ পর্যন্ত
×