ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আহসান শুভ্র

কান্নায় ভেঙ্গে পড়লেন পরীমণি

প্রকাশিত: ০৬:৪০, ১৯ এপ্রিল ২০১৮

কান্নায় ভেঙ্গে পড়লেন পরীমণি

স্বপ্নজাল হল ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। ছবিটি রচনা ও পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। ২০০৯ সালে মনপুরা নির্মাণের পর এটি তার দ্বিতীয় চলচ্চিত্র। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশন্স। মুক্তির পর ছবিটি দর্শকদের কাছ থেকে প্রশংসা অর্জন করে। মুক্তির পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ছবিটি। বিশেষ করে, নজর কেড়েছে ছবির নায়ক-নায়িকা পরীমণি ও ইয়াশ রোহানের অভিনয়। ছবিতে নতুন এ জুটির রসায়ন বেশ ভালই উপভোগ করেছেন দর্শক। এছাড়া ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু ও ইরেশ জাকেরের অভিনয়ও চোখে পড়ার মতো। ব্যবসায়িক দিক থেকেও সফলএ ছবিটি। স্বপ্নজাল ছবির প্রিমিয়ার দেখে উপস্থিত দর্শক প্রশংসা করেছেন অভিনেতা বাবুর। তাদের ধারণা অভিনয়ে পরীমণি ও ইয়াশ রোহানকে ছাপিয়ে দুর্দান্ত অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। তাকে পাওয়া গেছে নেতিবাচক চরিত্রে। শুধু তাই নয়, প্রিমিয়ার প্রদর্শনী শেষে ছবির নায়ক ইয়াশ রোহান (সোনাই) কে তিনমিনিট জড়িয়ে ধরে কান্নাকাটি করে পরীমণি। ছবিটি দেখার পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে পরীমণি বলেন, আমার অনেক দিনের কষ্ট ও পরিশ্রমের ফসল স্বপ্নজাল। বড়পর্দায় দেখার পর মনে হয়েছে পরিশ্রম সার্থক হয়েছে। তাছাড়া ছবি দেখে সবাই যেভাবে প্রশংসা করছে তাতে আমি খুশিতে কান্না করেছি। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘স্বপ্নজাল’-এ লগ্নি করেছে বেঙ্গল ক্রিয়েশন্স ও বেঙ্গল বারতা। এমন একটি সিনেমা মাত্র ২০টি হল পেয়েছে। একই দিনে অন্য একটি সিনেমা ৭০টির বেশি হলে মুক্তি পেয়েছে। আশ্চর্যজনক ঘটনা বটে। হল পাওয়া না পাওয়ার অদৃশ্য শক্তি চলচ্চিত্র শিল্পকে কেবল পেছনের দিকেই টানছে। চলচ্চিত্রকে বাঁচাতে এই অপসংস্কৃতি থেকে বের হতেই হবে। দেশের গণ্ডি পেরিয়ে এবার তার ‘স্বপ্নজাল’ মুক্তি পাচ্ছে সুদূর কানাডায়। সেখানকার পাঁচটি সিনেমা হলে আগামী ২৭ এপ্রিল থেকে প্রদর্শিত হবে ছবিটি। সিনেমা হলগুলো হচ্ছে, টরেন্টোর ‘ইয়াং-ডান্ডাস স্কয়ার’ ও ‘এগলিন্টন টাউন সেন্টার, এগলিন্টন/ওয়ার্ডেন’। এডমন্টনের ‘সিনেমা সিটি মুভিস ১২’। ক্যালগেরির ‘সানরিজ স্পেক্ট্রাম সিনেমাস’ এবং উইনিপেগের ‘সিনেমা সিটি নর্থগেট হল’। এদের মধ্যে টরেন্টোর ‘ইয়াং-ডান্ডাস স্কয়ার’ এবং এডমন্টনের ‘সিনেমা সিটি মুভিস ১২’ সিনেমা হল দুটিতে প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে কোন বাংলাদেশি ছবি। টিকেট ও শো-টাইম পাওয়া যাবে ২৫ এপ্রিল ২০১৮ থেকে অনলাইনে ও হলগুলোর কাউন্টারে। শনিবার সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভক্তদের এমন খুশির খবর জানিয়েছেন ‘স্বপ্নজাল’ ছবির নায়িকা পরীমণি নিজেই। ‘স্বপ্না স্কেয়ারক্রো বাংলাদেশ’র একটি পোস্ট শেয়ার করে পরী লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪২৫। স্বপ্ন স্কেয়ারক্রো’র পরিবেশনায় এই বৈশাখে বিশ্বব্যাপী যাত্রা শুরু করছে ‘স্বপ্নজাল’। বলাই বাহুল্য, এ এক দারুণ উৎসব বাংলা চলচ্চিত্রপ্রেমীদের জন্য।’
×