ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পানছড়িতে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান

প্রকাশিত: ০৬:৩৯, ১৯ এপ্রিল ২০১৮

পানছড়িতে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান

সংবাদদাতা, পানছড়ি, খাগড়াছড়ি, ১৮ এপ্রিল ॥ জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউপির জিয়ানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ একটি গৃহে চলে পঞ্চম শ্রেণীর পাঠদান। শ্রেণীকক্ষের অভাবে এভাবেই চরম আতঙ্কের মাঝে দীর্ঘদিন ধরে পাঠদান চলছে বলে এলাকাবাসীর দাবি। জানা যায়, সর্বমোট ৪ কক্ষবিশিষ্ট বিদ্যালয়টি নির্মিত হয় ২০০৩ সালে। বিদ্যালয়ে বিগত বছরগুলোতে পাসের হার শতভাগ। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ২০৫। শ্রেণী কক্ষে শিক্ষার্থী সংকুলান না হওয়ার কারণে ২০০৯ সালে জেলাপরিষদ হতে উপরে টিন ও চারদিকে বেড়ার তৈরি একটি কক্ষ নির্মাণ করে দেয়া হয়। নির্মাণের পর থেকে অদ্যবধি কোন সংস্কারের কাজ করা হয়নি। ফলে হেলে পড়া ভাঙ্গা বেড়ার জরাজীর্ণ গৃহেই চলছে পাঠদান। ভাঙ্গা বেড়ার ফাঁক দিয়ে পঞ্চর শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম, আসমা, ইব্রাহিম খলিল, হাসানুজ্জামান ও মান্নানসহ অনেকেই জানায়, বিদ্যালয়ে শ্রেণী কক্ষের অভাব তাই ভয় লাগলেও এই ভাঙ্গা ঘরে পড়তে আসি। এলাকার কামাল হোসেন ও রমজান আলী জানায়, কিছু কিছু বিদ্যালয় রয়েছে শিক্ষার্থী সংখ্যা খুবই কম কিন্তু সেসব বিদ্যালয়গুলো দ্বিতল ভবন করা হয়েছে।
×