ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মূল্যায়ন পরীক্ষার নামে অর্থ আদায় ॥ শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৩৯, ১৯ এপ্রিল ২০১৮

মূল্যায়ন পরীক্ষার নামে অর্থ আদায় ॥ শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ ত্রৈমাসিক মূল্যায়ন পরীক্ষার নামে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ এ ছত্তার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করার অভিযোগ উঠেছে। পরীক্ষা বর্জনের মধ্য দিয়ে শিক্ষকদের ‘অভিনব এ চাঁদাবাজির’ প্রতিবাদ জানিয়েছে স্কুলের শিক্ষার্থীরা। স্কুলের নবম ও দশম শ্রেণীর ত্রিশজন শিক্ষার্থী পরীক্ষা বর্জন করেছে। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষাবোর্ডের কোন ধরনের নির্দেশনা না থাকলেও মঙ্গলবার থেকে চরমোন্তাজ এ ছত্তার মাধ্যমিক বিদ্যালয়ে ত্রৈমাসিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়। কথিত এ পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয় এবং প্রত্যেক শিক্ষার্থীর জন্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ২০০ টাকা এবং নবম ও দশম শ্রেণীর ৩০০ টাকা ফি ধার্য করা হয়। নাম প্রকাশ না করার শর্তে ওই স্কুলের কয়েক শিক্ষার্থী বলেন, প্রধান শিক্ষকের ধার্যকৃত ফি’র চাইতে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা ১০০ টাকা কম দিতে চায়। কিন্তু তাতে প্রধান শিক্ষক রাজি হননি। এতে পরীক্ষার নাম করে অহেতুক টাকা আদায় করার প্রতিবাদে ক্ষুব্ধ ত্রিশ শিক্ষার্থী প্রথম পরীক্ষা বর্জন করে। একইসঙ্গে স্কুলের সামনের মাঠে দাঁড়িয়ে শিক্ষার্থীরা ওইদিন বিকেলে বিক্ষোভ করে। এ ঘটনার সত্যতা স্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন বলেন, ত্রৈমাসিক মূল্যায়ন পরীক্ষায় আমরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ২০০ টাকা এবং নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত ৩০০ টাকা ফি ধার্য করি। তবে মূল্যায়ন পরীক্ষা না দিলেও কোন সমস্যা নেই। প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে স্কুলের ৩-৪ শ’ টাকা বকেয়া রয়েছে। ওই টাকা পরিশোধ করে পরীক্ষা দিতে বলেছি। কিন্তু এরপরেও ২০-২৫ জন পরীক্ষা না দিয়ে চলে গেছে।
×