ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাংবাদিক মুক্তিযোদ্ধার স্মরণসভা

প্রকাশিত: ০৬:৩৯, ১৯ এপ্রিল ২০১৮

সাংবাদিক মুক্তিযোদ্ধার স্মরণসভা

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১৮ এপ্রিল ॥ দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নে প্রবীণ সাংবাদিক, লেখক, গবেষক, কার্টুনিস্ট, মুক্তিযুদ্ধের সংগঠক মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরীর স্মরণে স্মরণসভা ও শহীদ আরশ আলী স্মৃতিস্তম্ভ দীপ্ত স্মৃতির উদ্বোধন করা হয়েছে। প্রয়াত সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরীর উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করার জন্য উনার মুক্তিযোদ্ধা ভাতার জমানো টাকা দিয়ে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়। প্রয়াত এই বীর সন্তানের উদ্দেশ্য ছিল একাত্তর সালে তার সঙ্গে রণক্ষেত্রে শাহাদতবরণকারী প্রত্যেক মুক্তিযোদ্ধার রণক্ষেত্রে ওই শহীদের নামে সালেহ চৌধুরীর মুক্তিযোদ্ধা ভাতার টাকায় একটি করে স্মৃতিস্তম্ভ স্থাপন করেন। শ্রমিক বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৮ এপ্রিল ॥ অষ্টম জাতীয় মজুরি স্কেল ঘোষণাসহ ১৬ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে নাটোর সুগার মিলস শ্রমিক-কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার দুপুরে মিল গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শ্রমিক-কর্মচারীরা। মিছিলটি মিলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মূল ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য দেন, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক শহিদউল্লাহ, নাটোর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যরা। এ সময় বক্তারা বলেন, ২০১৫ সালে সরকার ঘোষিত শ্রমিক-কর্মচারীদের জন্য মজুরি স্কেল ঘোষণা করা হলেও আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি।
×