ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাবি প্রশাসনিক ভবন অবরোধ

প্রকাশিত: ০৬:৩৮, ১৯ এপ্রিল ২০১৮

জাবি প্রশাসনিক ভবন অবরোধ

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের আবাসিক হলের ৯ প্রভোস্টকে অব্যাহতি দিয়ে নতুন প্রভোস্ট নিয়োগ দেয়ার ক্ষেত্রে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয় এ্যাক্ট-১৯৭৩, স্ট্যাটিউট ও সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘন করেছেন এমন অভিযোগ এনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী প্রগতিশীল শিক্ষকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের দ্বিতীয় দিন বুধবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরের অনুসারী শিক্ষকেরা। অবরোধ শেষে প্রশাসনিক ভবনের সামনের রাস্তায় শিক্ষকেরা মানববন্ধন করেন। এরপর বিকেল ৪ টায় সংবাদ সম্মেলন করে তিন দফা দাবিসহ সাতদিনের কর্মসূচী ঘোষণা করে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী প্রগতিশীল শিক্ষক সমাজ ব্যানারে আন্দোলনকারী শিক্ষকেরা। শিক্ষকদের দাবিগুলো হলো, উপাচার্যের বিশ^বিদ্যালয়ের এ্যাক্ট বিরোধী সকল কার্যক্রম বন্ধ, শিক্ষক লাঞ্ছনার বিচার ও তদন্ত কমিটি বাতিল, প্রক্টরসহ প্রক্টরিয়ালবডির অব্যাহতি। এ দিকে এই অভিযোগের বিষয়ে আলোচনা করতে বেলা ১১ টায় জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেন উপাচার্য। কিন্তু আন্দোলনকারী শিক্ষকরা সেই সভা বয়কট করেন।
×