ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাগরিক সমস্যা নিরসন দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:৩৮, ১৯ এপ্রিল ২০১৮

নাগরিক সমস্যা নিরসন দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা, পয়ঃনিষ্কাশন, মশা-মাছি নিধন, প্রাণ সায়ের খাল রক্ষা ও রাস্তাাঘাট সংস্কারসহ সকল নাগরিক সমস্যা নিরসনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার সামনে নাগরিক আন্দোলন মঞ্চ এই কর্মসূচী পালন করে। বক্তারা বলেন, সাতক্ষীরায় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী। সুপেয় পানির ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রতিটি মানুষকে পানি ক্রয় করে পান করতে হচ্ছে। পৌরসভা থেকে সরবরাহ করা পানি দিয়ে রান্না করা যাচ্ছে না। সাতক্ষীরা পৌরসভার সকল রাস্তাঘাট চলাচলের একেবারেই অনুপযোগী। শহরের প্রধান সড়কে যত্রতত্র বাস, ট্রাক পার্কিং করে রাখার ফলে শহরে প্রতিনিয়ত যানজট ও দুর্ঘটনা ঘটছে। পৌরসভার সকল ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া পৌর এলাকার পূর্ব এবং পশ্চিম পাশে বর্ষার শুরুতেই ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। নাগরিক আন্দোলন মঞ্চের আহ্বায়ক এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আবদুল হামিদ, নিত্যানন্দ সরকার, সুধাংশু শেখর সরকার, হাফিজুর রহমান মাসুম, রইফ উদ্দিন, আলি নরি খান বাবুল, আবু তালেব, মতিয়ার রহমান প্রমুখ।
×