ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারীসহ প্রধান শিক্ষক আটক ॥ সাসপেন্ড

প্রকাশিত: ০৬:৩৭, ১৯ এপ্রিল ২০১৮

নারীসহ প্রধান শিক্ষক আটক ॥ সাসপেন্ড

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে রাতের আঁধারে শ্রেণীকক্ষে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোতাহার মোঃ নিয়ামুল বাকীকে (৫০) আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের খাসমহল বালুরচর উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে অনৈতিক কার্যকলাপের অভিযোগে আটক প্রধান শিক্ষক ও নারী বিথি আক্তারকে (২২) মুন্সীগঞ্জ আদালতে পাঠিয়েছে সিরাজদিখান থানা পুলিশ। এদিকে, বুধবার সকালে খাসমহল বালুরচর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওই প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটি জরুরী সভা করে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে প্রধান শিক্ষক আবু মোতাহার মোঃ নিয়ামুল বাকীকে সাময়িক বরখাস্ত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোতাহার মোঃ নিয়ামুল বাকী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিথি আক্তার নামে এক নারীকে নিয়ে বিদ্যালয়টির একটি শ্রেণীকক্ষে ঢুকে। দীর্ঘ সময় ওই শ্রেণীকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এতে সন্দেহ হলে বিক্ষুব্ধ জনতা সেখানে গিয়ে ওই শিক্ষক ও নারীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এতে বিক্ষুব্ধ জনতা প্রধান শিক্ষককে গণধোলাই দেয়। সিরাজদিখান থানার ওসি আবুল কালাম জানান, উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে রাত ১১টায় থানায় নিয়ে আসি। বুধবার সকালে দু’জনকে আদালতে পাঠানো হয়েছে এবং অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে একটি মামলা হয়েছে।
×