ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যবসায়ীর জরিমানা

প্রকাশিত: ০৬:৩৫, ১৯ এপ্রিল ২০১৮

ব্যবসায়ীর জরিমানা

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ১৮ এপ্রিল ॥ অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির দায়ে শাহজাদপুরে এক ছানা ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা উপজেলার চড়াচিথুলিয়া গ্রামে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার দায়ে মৃত জলিল ফকিরেরপুত্র দুধ ও ছানা ব্যবসায়ী মাজেদ ফকিরের নিকট থেকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে। এ সময় জেলা স্যানিটারি কর্মকর্তা মোঃ আব্দুল জিন্নাহ, শাহজাদপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহবুবুর রহমান, শাহজাদপুর থানার এস আই নওজেশ আলী উপস্থিত ছিলেন। ধর্ষণের চেষ্টা ॥ সড়ক অবরোধ নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৮ এপ্রিল ॥ ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার বিচারের দাবিতে বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে শিক্ষার্থীরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। অবরোধকারীরা জানায়, ওই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী মঙ্গলবার রাতে হবিরবাড়ী গ্রামের মইনুদ্দিনের বখাটে ছেলে কাইয়ুম তাকে ধর্ষণের চেষ্টা করে। বুধবার ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীরা অভিযুক্তের বিচারের দাবিতে প্রায় ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
×