ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খুলনায় পাটকলে ২৪ ঘণ্টার ধর্মঘট

প্রকাশিত: ০৬:৩৪, ১৯ এপ্রিল ২০১৮

খুলনায় পাটকলে ২৪ ঘণ্টার ধর্মঘট

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মজুরি কমিশন বাস্তবায়ন, সাপ্তাহিক বকেয়া মজুরি প্রদান, বদলি শ্রমিকদের স্থায়ীকরণসহসহ ১১ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত আট পাটকলে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছেন শ্রমিকরা। বুধবার ভোর ৬টা থেকে এ কর্মসূচী শুরু হয়, চলবে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী এ ধর্মঘট পালিত হচ্ছে। আন্দোলনকারী সংগঠনের নেতারা জানান, ১১ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের কর্মসূচী চলছে। পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে খুলনার খালিশপুরের ক্রিসেন্ট, প্লাটিনাম জুবিলী, খালিশপুর জুট মিল, দিঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকার ইস্টার্ন ও আলিম, নওয়াপাড়া শিল্প এলাকার কার্পেটিং ও জেজেআই জুট মিলে বুধবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টাব্যাপী ধর্মঘট চলছে। সকালে প্লাটিনাম কলোনি এলাকায় এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্লাটিনাম জুট মিলের শ্রমিক ছাড়াও অন্যান্য পাটকলের শ্রমিকরা উপস্থিত ছিলেন। এ সময় শ্রমিক নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত পরিষদ ঘোষিত কর্মসূচী চলবে। চাঁপাইয়ে অস্ত্র উদ্ধার স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জ থেকে বুধবার সকালে ৪টি ওয়ান শূটারগান, ২টি পিস্তুল, ৪টি ম্যাগজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শিবগঞ্জ উপজেলার মাস্তানমোড় এলাকায় ভোর ৭টার দিকে সন্দেহভাজন দুইটি মোটরসাইকেলকে বিজিবির একটি টহল দল থামতে বললে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি তাদের ধাওয়া করে প্রায় ৩ কিলোমিটার দূরে উপর কয়লা এলাকায় চোরাকারবারিরা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ওই মোটরসাইকেল তল্লাশি করে ৪টি ওয়ান শূটারগান, ২টি পিস্তুল, ৪টি ম্যাগজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
×