ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ের বিরুদ্ধে শপথ ৪ হাজার শিক্ষার্থীর

প্রকাশিত: ০৬:৩৩, ১৯ এপ্রিল ২০১৮

বাল্যবিয়ের বিরুদ্ধে শপথ ৪ হাজার শিক্ষার্থীর

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৮ এপ্রিল ॥ ‘বাল্যবিবাহকে না বলুন’ লেখা লাল কার্ড হাতে নিয়ে বাল্যবিয়ের বিরুদ্ধে শপথ গ্রহণ করেছে বারহাট্টা উপজেলার চার হাজার শিক্ষার্থী। বুধবার সকালে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ও অক্সফামের সহযোগিতায় স্থানীয় উপজেলা প্রশাসন বাল্যবিয়ে বিরোধী এ প্রচার ও শপথ অনুষ্ঠানের আয়োজন করে। বারহাট্টা সদরের সিকেপি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খালিদ হোসাইন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মানিক আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, বিএনপিএস’র কেন্দ্র ব্যবস্থাপক আলী আমজাদ খান, সুরজিত ভৌমিক, প্রকল্প কর্মকর্তা সঞ্চিতা মল্লিক, জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, আওয়ামী লীগ নেতা দীপক কুমার সাহা সেন্টু, সিকেপি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু সরকার বাদল প্রমুখ। বারহাট্টা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও তাদের শিক্ষক, অভিভাবক এবং গণমান্য ব্যক্তিরা এ অনুষ্ঠানে যোগ দেন। ইউএনও ফরিদা ইয়াসমিন জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে বারহাট্টা উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় গত কিছুদিনের মধ্যে উপজেলার বিভিন্ন গ্রামের অন্তত ১৪টি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।
×