ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভুয়া গ্রেফতারি পরোয়ানা পাঠিয়ে হয়রানি, মূলহোতা গ্রেফতার

প্রকাশিত: ০৬:৩১, ১৯ এপ্রিল ২০১৮

ভুয়া গ্রেফতারি পরোয়ানা পাঠিয়ে হয়রানি, মূলহোতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৮ এপ্রিল ॥ ভুয়া গ্রেফতারি পরোয়ানা থানায় পাঠিয়ে সাধারণ লোকজনকে হয়রানি করার মূলহোতা মাসুদ রানা ওরফে আব্দুল জলিল মাদবরকে বুধবার দুপুরে পালং মডেল থানা পুলিশ তার নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত আব্দুল জলিল জাজিরা উপজেলার পশ্চিম ছাব্বিশ পাড়া গ্রামের ডাঃ হাবিবুর রহমান মাদবরের ছেলে। সে দীর্ঘদিন যাবত জেলার আদালতের বিচারকদের এবং পুলিশ কোর্টের ভুয়া সিল তৈরি করে টাকার বিনিময়ে বিভিন্ন লোকের নামে গ্রেফতারি পরোয়ানা দেখিয়ে তা থানায় পাঠিয়ে নিরীহ লোকজনকে হয়রানি করে আসছে। এ বিষয়ে পালং মডেল থানায় একটি মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পালং মডেল থানার উপ-পরিদর্শক মোঃ নজরুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত একটি ওয়ারেন্ট জালিয়াতি চক্রের নায়ক মাসুদ রানা ওরফে আব্দুল জলিল মাদবর টাকার বিনিময়ে পুলিশ কোর্ট থেকে কারও সহায়তায় ভুয়া ওয়ারেন্ট তৈরি করে এলাকার নিরীহ গরিব লোকদেরকে গ্রেফতার করিয়ে হয়রানি করছে। এ চক্রটি বিভিন্ন সময়ে বিভিন্ন জেলার কোর্টের ম্যাজিস্ট্রেটদের ও পুলিশ কোর্টের সিল তৈরি করে বিভিন্ন লোকের নামে ভুয়া ও জালিয়াতি ওয়ারেন্ট দিয়ে হয়রানি করে আসছে।
×