ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাজেটে কর্পোরেট কর হার কমানো হবে

প্রকাশিত: ০৬:২৮, ১৯ এপ্রিল ২০১৮

বাজেটে কর্পোরেট কর হার কমানো হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে আসছে বাজেটে দেশীয় উদ্যোক্তাদের কর্পোরেট কর হার কমানো হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া। বুধবার সকালে এনবিআর ভবনে আইসিটি ও ইলেক্টনিক্স খাতের সংগঠনগুলোর সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন। এ সময় সংশ্লিষ্ট সংগঠনগুলো তাদের বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরে। আসছে বাজেটে সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি সেবার ওপর আরোপিত সাড়ে ৪ শতাংশ উৎসে কর সম্পূর্ণ তুলে দেয়ার দাবি করেছে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস)। আর কম্পিউটার পণ্যসামগ্রীর খুচরা ও সরবরাহ ব্যবসা পর্যায়ে ভ্যাট প্রত্যাহার ২০২১ সাল পর্যন্ত অব্যাহত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি। ইন্টারনেট মডেম, ইথারনেট ইন্টারফেসকার্ড, কম্পিউটার নেটওয়ার্ক সুইচ, হাব, রাউটার, সার্ভার, ব্যাটারিসহ সকল ইন্টারনেট উপকরণের ওপর বর্তমানে আরোপিত ১০ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার করে শূন্য শতাংশ করার দাবি জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। এছাড়াও আরও বেশ কয়েকটি সংগঠন প্রায় একই ধরনের দাবি জানিয়েছে। এসব দাবির প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, স্থানীয় উদ্যোক্তাদের জন্য কর্পোরেট কর হার কমানো হবে। দেশী শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করতে আসছে বাজেট এ বিষয়ে প্রাধান্য দেয়া হবে। তিনি বলেন, আমদানিমুখী প্রতিষ্ঠানগুলোকে এবারের বাজেটে হয়ত এতটা ছাড় দেয়া যাবে না।
×